Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি

দুই ঘণ্টায় শেষ ফাইনালের টিকিট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:২৬ পিএম

দুই ঘণ্টায় শেষ ফাইনালের টিকিট

ছবি: সংগৃহীত

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গেছে। অনলাইনে ফাইনালের টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই প্রায় ১ লাখ ক্রিকেটপ্রেমী হুমড়ি খেয়ে পড়েন। এতে দুই ঘণ্টারও কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আগামী ৯ মার্চের ফাইনালে এরই মধ্যে জায়গা করে নিয়েছে আসরের অন্যতম ফেবারিট ভারত। তারা সেমিফাইনালে বাড়ির পথ দেখিয়েছে অস্ট্রেলিয়া। অন্য সেমিফাইনালের এখন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে।

ফাইনালের ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার। যেখানে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে আড়ইশ আমিরাতি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার টাকার কিছু বেশি। সর্বোচ্চ ১২ হাজার দিরহাম দাম ধরা হয়েছে এক্সক্লুসিভ স্কাই বক্স হসপিটালিটির। বাংলাদেশি মুদ্রায় যার দাম পায় ৪ লাখ টাকা।

শুধু টিকিট বিক্রি বাবদ ৯ মিলিয়ন আমিরাতি দিরহাম তথা প্রায় ২৯.৫৭ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম