Logo
Logo
×

খেলা

সৌদির বিমানে উঠলেন জামালরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৩:৪০ পিএম

সৌদির বিমানে উঠলেন জামালরা

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সে ম্যাচকে সামনে রেখে নিবিড় অনুশীলনের জন্য ৩৮ সদস্যের দল নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল। 

২৫ মার্চের এই ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে ১১ দিন অনুশীলন করবে বাংলাদেশ। সেখানে জামাল ভূঁইয়ারা খেলবেন তিনটি প্রস্তুতি ম্যাচও।

এই বহরে ২৮ জন ফুটবলার ও ১০ জন কর্মকর্তা আছেন যার মধ্যে কোচিং স্টাফরাও অন্তর্ভুক্ত। ক্যাম্পের অংশ হিসেবে বাংলাদেশ দল সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যা মার্চের ৮ বা ৯ তারিখে অনুষ্ঠিত হতে পারে। বাকি দুটি ম্যাচের সূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে, সৌদি আরবের তাইফ শহরের একটি দ্বিতীয় বিভাগীয় দল এবং একটি সুপার কাপ ক্লাবের বিপক্ষে বাংলাদেশ দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

এই দলে অবশ্য স্কোয়াডের সবাইকে পাননি কোচ কাবরেরা। ইতালিতে অবস্থানরত ফুটবলার ফাহেমদুল ইসলাম আগামী ১০ মার্চ ক্যাম্পে যোগ দেবেন। 

১৭ মার্চ দল দেশে ফিরে আসবে এবং ১৮ মার্চ শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী ক্যাম্পে যোগ দেবেন। ১৯ মার্চ তিনি লাল-সবুজ দলের সঙ্গে একটি অনুশীলন সেশনেও অংশ নেবেন। 

এরপর ২০ মার্চ বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে। যেখানে তারা এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম