Logo
Logo
×

খেলা

ভারত ফাইনালে ওঠায় কপাল পুড়ল পাকিস্তানিদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

ভারত ফাইনালে ওঠায় কপাল পুড়ল পাকিস্তানিদের

অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ইতিহাসে পঞ্চমবারের মতো ফাইনালে উঠে গেলে ভারতীয় ক্রিকেট দল।

২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। তার আগে ২০০২ সালে শ্রীলংকার সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয় ভারত। এবার ফের শিরোপা নিশ্চিত করতে চায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। 

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০০৬ ও ২০০৯ সালে টানা দুই আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠে গেল ভারত। টিম ইন্ডিয়া ফাইনালে উঠে যাওয়ায় কপাল পুড়ল পাকিস্তানিদের। 

তার কারণ ভারত ফাইনালে ওঠায় ফাইনাল ম্যাচটি হবে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না যাওয়ায় তাদের খেলা হচ্ছে আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে। 

ভারত যদি ফাইনালে না উঠত তাহলে ফাইনাল খেলা হতো পাকিস্তানে। কিন্তু ভারত ফাইনালে ওঠায় ফাইনাল ম্যাচ আয়োজনের সুযোগ হাতছাড়া করল পাকিস্তান। তার মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফাইনাল ম্যাচটি ঘরের মাঠে আয়োজন করে যে টাকা আয়ের সুযোগ ছিল সেটি হারালো একি সঙ্গে পাকিস্তানের দর্শকরা ঘরের মাঠে ফাইনাল খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। 

আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হচ্ছে, তা নির্ধারিত হবে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এদিন দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ১৯৯৮ ও ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলে শিরোপা নিশ্চিত করে। দীর্ঘ দিন ফর ফের ট্রফির লড়াইয়ে উঠার সুযোগ যাচ্ছে দল দুটি। 

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম