ভারতকে যে কোনো মূল্যে হারাতেই হবে, বাংলাদেশকে বললেন তাবিথ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৯:৩৩ পিএম

ভারতের বিপক্ষে চলতি মাসের শেষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে লড়বে বাংলাদেশ। সে ম্যাচে জিততেই হবে, দলকে এই বার্তাটা সাফ জানিয়ে দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
বুধবার সে ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ যাবে সৌদি আরবে। সেখানে ক্যাম্প করবেন কোচ হাভিয়ের কাবরেরা। তার আগে মঙ্গলবার বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন ফুটবলাররা। সেখানেই তাদের এ বার্তা দেন তাবিথ।
কাবরেরার শিষ্যরা সৌদি আরবে ১১ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবেন। এরপর ১৭ মার্চ দেশে ফিরে আসবে এবং ২৫ মার্চ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অংশ নেবে। প্রস্তুতির অংশ হিসেবে আজ তারা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে চতুর্থ অনুশীলন সেশন সম্পন্ন করেছে।
প্রস্তুতি অনুশীলনের আগে সভাপতি তাবিথ আউয়াল এবং জাতীয় দল কমিটির সদস্যরা কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন। এতে কাবরেরাকেও আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে সভাপতির পক্ষ থেকে জয়ের লক্ষ্যে দলকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
বৈঠককে যদিও ‘পরিচিতিমূলক’ আখ্যা দেন সভাপতি, জাতীয় দল ম্যানেজার আমের খান বলেন, ‘সভাপতি দলের ঘাটতিগুলো নিয়ে আলোচনা করেছেন এবং কোচকে সীমাবদ্ধতার মধ্যেও দলকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। সভাপতি ভারতের বিপক্ষে জয় চান। সভাপতি দলকে যতটা সম্ভব সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’
তিনি আরও জানান, সৌদি আরবে বাংলাদেশ দল তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে, যার মধ্যে একটি ম্যাচ সুদানের বিপক্ষে অনুষ্ঠিত হতে পারে ৮ অথবা ৯ মার্চ। জাতীয় দল কমিটির সদস্য সত্যজিৎ দাস রূপু জানান, শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী ১৮ মার্চ দলে যোগ দেবেন এবং ঢাকায় একদিন অনুশীলন করবেন। বাংলাদেশ দল ২০ মার্চ ভারতের উদ্দেশ্যে রওনা দেবে।
রুপুর কথা, ‘হামজা তার পরিবারের ১৪ থেকে ১৫ সদস্যসহ আসতে পারেন এবং এই বিষয়টি বাফুফে সভাপতি দেখভাল করছেন। তবে টিম ম্যানেজমেন্ট চায় না যে হামজার পরিবারের সদস্যরা ক্যাম্পে তার সঙ্গে থাকুন।’