Logo
Logo
×

খেলা

‘বাবর আজম আমার প্রিয় ক্রিকেটার ছিলেন, এখন নেই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৮:০৪ পিএম

‘বাবর আজম আমার প্রিয় ক্রিকেটার ছিলেন, এখন নেই’

পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম আন্তর্জাতি ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। একের পর এক রেকর্ড গড়ে স্বদেশীয় কিংবদন্তিকে ছাড়িয়ে অনেক রেকর্ড গড়েছেন। 

কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে অফ ফর্মের কারণে জাতীয় দলের নেতৃত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়ে গেছেন বাবর আজম। নিম্নমুখী পারফরম্যান্সের কারণে সমালোচনার শিকার হচ্ছেন। হারিয়েছেন জনপ্রিয়তা।

পাকিস্তানি অভিনেত্রী সোনিয়া হোসেন জানিয়েছেন, বাবর আজম আর তার প্রিয় খেলোয়াড় ছিলেন, কিন্তু এখন নেই। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি বেসরকারি টিভি চ্যানেলের বিশেষ ট্রান্সমিশনে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোনিয়া। যেখানে তিনি বেশ কয়েকটি আকর্ষণীয় প্রশ্নের উত্তর দিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট দলে তার প্রিয় খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, সনিয়া উত্তর দেন, `বাবর আজম ভাই আমার প্রিয় ছিলেন, কিন্তু এখন নেই'।

তিনি আরও জানিয়েছেন, তার এখন একটি নতুন প্রিয় খেলোয়াড় রয়েছে, যদিও তিনি তার নাম মনে করতে পারেননি।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারদের সম্পর্কে কথা বলতে গিয়ে, সোনিয়া ফাস্ট বোলার শোয়েব আখতারের জন্য তার প্রশংসা প্রকাশ করে বলেছেন, তিনি তারকাদের মধ্যে অন্যতম সেরা। 

তিনি ঘণ্টায় ১৬১.৩৭ কিলোমিটার গতিতে বল করে বিশ্ব রেকর্ড গড়েছেন। তার সেই রেকর্ড আজও অক্ষত আছে। 

পাকিস্তানের এই সাবেক তারকা পেসার। তিনি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ২৪৪ ম্যাচে অংশ নিয়ে ৪৪৪ উইকেট শিকার করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম