
ছবি: সংগৃহীত
গেল বছরের শেষদিকে নিউজিল্যান্ড ‘এ’ দল সফর করার কথা ছিল বাংলাদেশে। কিন্ত গত বছরের ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক পালাবদলের ফলে পরিবর্তিত পরিস্থিতি তারা সফরটি স্থগিত করে।
অবশেষে স্থগিত হওয়া সে সিরিজটি মাঠে নামানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে নিউজিল্যান্ডের একটি প্রতিনিধি দল এসেছে বাংলাদেশে।
মঙ্গলবার (৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই সদস্যের প্রতিনিধি দল। তাদের সবকিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে স্থগিত হওয়া দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বিসিবি। তবে কবে নাগাদ সিরিজটি মাঠে গড়াতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর হতে পারে। সেই সফরে ওয়ানডে এবং চারদিনের টেস্টের সিরিজ থাকছে।