Logo
Logo
×

Live Icon সরাসরি

২৬৫ তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট ভারতের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০২:৪৮ পিএম

২৬৫ তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট ভারতের

ওয়ানডে ফরম্যাটে দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়েছে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। সে ম্যাচের ফল এখনও ভারতকে বেশ পোড়ায়। সে আক্ষেপটা এবার আরও এক বড় মঞ্চে ঘোচানোর সুযোগ পাচ্ছে ভারত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি দুই দল। 

এই ম্যাচের সরাসরি ধারাবিবরণী পড়তে যুক্ত থাকুন যুগান্তর অনলাইনের সঙ্গে।

০৪ মার্চ ২০২৫, ১৯:৩৭ পিএম

রোহিতকে ফিরিয়ে কনোলির প্রায়শ্চিত্ত

রোহিতকে ফিরিয়ে কনোলির প্রায়শ্চিত্ত

কুপার কনোলি রীতিমতো একটা পাপই করে বসেছিলেন দ্বিতীয় ওভারে। আগের বলে ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। পরের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন, সেটা গিয়েছিল কনোলির কাছে। তবে তিনি তা তালুবন্দি করতে পারেননি। সেমিফাইনালের মতো মঞ্চে রোহিতের ক্যাচ ফেলে দেওয়া তো রীতিমতো পাপের পর্যায়েই পড়ে!

তবে কনোলি নিজেই তার প্রায়শ্চিত্ত করলেন। ফিরিয়ে দিলেন রোহিতকে। তার রং আনটা ধরতেই পারেননি রোহিত। সুইপ করতে গিয়ে লাইন মিস করেছেন, বল আঘাত করেছে সোজা তার প্যাডে। রিভিউ নিয়েছিলেন। তবে তাতে শেষ রক্ষা হয়নি, তিন লাল সঙ্কেত পেতেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন কনোলি।

ভারত ৪৩/২, ৭.৫ ওভার

০৪ মার্চ ২০২৫, ১৯:২৭ পিএম

রোহিত বেঁচে গেলেও রক্ষা পেলেন না গিল

রোহিত বেঁচে গেলেও রক্ষা পেলেন না গিল

ওপাশে রোহিত শর্মা উপভোগ করছিলেন দারুণ সৌভাগ্য। দুই ওভারে দুবার বল আকাশে তুলে দিয়ে বেঁচে-বর্তে ফিরেছেন।

তবে ওপাশে শুভমান গিলের ভাগ্যটা অতটা সুপ্রসন্ন হয়নি। বেন ডোয়ারশুইস দারুণ এক স্লোয়ারে বিভ্রান্ত করলেন তাকে। তার ব্যাটের ভেতরের কানায় লেগে বলটা ভাঙল স্টাম্প। ভারত হারাল তাদের প্রথম উইকেট।

ভারত ৩০/১, ৫.৬ ওভার 

০৪ মার্চ ২০২৫, ১৯:২৩ পিএম

২ ওভারে দু’বার জীবন পেলেন রোহিত

৯ বল খেলে ফেলেছিলেন রোহিত। তার আগের আট বলে তিন বার আক্রমণাত্মক শট খেলেছিলেন তিনি। চতুর্থটিতে সোজা ক্যাচ তুলে দিয়েছিলেন কুপার কনোলিকে। তবে কুপার ক্যাচটা নিতেই পারেননি। 

রোহিতের সৌভাগ্য এখানেই শেষ হয়নি। পরের ওভারে তেড়েফুঁড়ে বেরিয়ে এসে লেগ সাইডে শট খেলতে চেয়েছিলেন। তবে এবার বলটা তার ব্যাটের কানায় লেগে চলে যায় সোজা অফসাইডে, অনেকটা বিশ্বকাপ ফাইনালের কার্বন কপিই হতে পারত ক্যাচটা। তবে দৌড়ে এসে মারনাস লাবুশেন ওই ক্যাচটা শেষমেশ নিতে পারেননি।

দুই ওভারে দুই বার জীবন পেলেন রোহিত।

ভারত ১৭/০, ২.৬ ওভার

০৪ মার্চ ২০২৫, ১৮:৩১ পিএম

২৬৪ রানে শেষ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া শেষমেশ অলআউটই হলো। শেষ ওভারে অলআউট হয়েছে অবশ্য। তার আগে স্কোরবোর্ডে তুলেছে ২৬৪ রান। 

অস্ট্রেলিয়া ২৬৪/১০, ৪৯.৩ ওভার

০৪ মার্চ ২০২৫, ১৭:৫৬ পিএম

ক্যারির ফিফটি

স্মিথ আর ম্যাক্সওয়েলের বিদায়ের পর থেকে অ্যালেক্স ক্যারিই ‘ক্যারি’ করছেন অজিদের ইনিংস। এবার ফিফটির দেখা পেয়ে গেলেন তিনি। ৪৮ বলে ৫০ রানের মাইলফলক ছুঁলেন তিনি। 

অস্ট্রেলিয়া ২২০/৬, ৪২.২ ওভার

০৪ মার্চ ২০২৫, ১৭:৪১ পিএম

স্মিথের সেঞ্চুরি হলো না, ম্যাক্সওয়েলও গেলেন

স্টিভেন স্মিথ একপাশ আগলে দাঁড়িয়ে ছিলেন। মনে হচ্ছিল এই বুঝি সেঞ্চুরিটাও তুলে নেবেন তিনি। তবে তাকে সেটা করতে দেয়নি ভারত। মোহাম্মদ শামীর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ফেরার আগে করেন ৭৩ রান।

এর কিছু পর গ্লেন ম্যাক্সওয়েলও আউট হন। তার হন্তারক অক্ষর পাটেল। তার বলে বোল্ড হন ম্যাক্সওয়েল। 

অস্ট্রেলিয়া ২০৫/৬, ৩৭.৩ ওভার

০৪ মার্চ ২০২৫, ১৬:৫৫ পিএম

উইকেট খোয়ালেও মাথা নোয়াচ্ছে না অজিরা

পাওয়ারপ্লেটা ভালো কাটেনি অস্ট্রেলিয়ার। ট্র্যাভিস হেডসহ ২ উইকেট খুইয়ে বসেছিল নবম ওভারেই। তবে এরপরও অস্ট্রেলিয়ার রানের গতিতে ছেদ পড়েনি একটুও। মাঝে মারনাস লাবুশেন আর জশ ইংলিসকেও খুইয়েছে দলটা। এরপরও পাঁচের ওপর রান রেট রেখেছে অস্ট্রেলিয়া।

দলটার আশা হয়ে টিকে আছেন অধিনায়ক স্মিথ। ফিফটি ছুঁয়ে এগোচ্ছেন সেঞ্চুরির দিকে। 

অস্ট্রেলিয়া ১৪৪/৪, ২৬.৬ ওভার

০৪ মার্চ ২০২৫, ১৫:১৮ পিএম

শুরুতেই কনোলির বিদায়

কুপার কনোলিকে ম্যাথিউ শর্টের জায়গায় দলে নিয়েছিল অজিরা। তবে তিনি বড় কোনো ছাপ রাখতে পারলেন না! তার আগেই ফিরলেন। মোহাম্মদ শামির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। 

অস্ট্রেলিয়া ৪/১, ২.৬ ওভার 

০৪ মার্চ ২০২৫, ১৫:০০ পিএম

রেকর্ডের খুব কাছে রোহিত

রোহিত শর্মা চাইলে টসটা অন্য কাউকে দিয়ে করাতে পারেন। কেনই বা করাবেন না, তিনি যে টানা ১১তম ম্যাচে টস হারলেন। 

এই ধারাটা শুরু হয়েছিল ২০২৩ বিশ্বকাপের ফাইনালে, এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই। সেটা আজও কাটল না রোহিতের।

টানা ১১তম ম্যাচে টসে হেরে রোহিত পৌঁছে গেছেন রেকর্ডের খুব কাছে। টানা ১২ ম্যাচে টস হেরে রেকর্ডটা গড়েছিলেন ব্রায়ান লারা। রেকর্ডটা ছুঁয়ে ফেলতে আর ১টা ম্যাচে টস হারতে হবে রোহিতকে।

০৪ মার্চ ২০২৫, ১৪:৫৮ পিএম

২ পরিবর্তন নিয়ে মাঠে নামল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া একাদশে আছে ২টি পরিবর্তন। চোট পাওয়া ম্যাথিউ শর্টের জায়গায় আসছেন কুপার কনোলি। আর তানভীর সাঙ্গা দলে ঢুকেছেন স্পেনসার জনসনের জায়গায়। 

অস্ট্রেলিয়া একাদশ: জস ইংলিস, কুপার কনলি, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, আলেক্স ক্যারি, অ্যাডাম জ্যাম্পা, ন্যাথান এলিস, তানভীর সাঙ্গা, বেন ডারশুইস।


০৪ মার্চ ২০২৫, ১৪:৫৩ পিএম

ভারত একাদশ অপরিবর্তিত

কোনো পরিবর্তন আসেনি ভারত একাদশে। আগের ম্যাচের একাদশ নিয়েই আজ অজিদের মুখোমুখি রোহিতরা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর পাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। 



০৪ মার্চ ২০২৫, ১৪:৫১ পিএম

টস জিতল অস্ট্রেলিয়া, নামছে ব্যাটিংয়ে

রোহিত শর্মা আরও এক টসে হারলেন। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ জিতলেন টসে। নিলেন ব্যাট করার সিদ্ধান্ত।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম