Logo
Logo
×

খেলা

ফিফটি পেলেই বড় রেকর্ড গড়বেন রোহিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০২:০৮ পিএম

ফিফটি পেলেই বড় রেকর্ড গড়বেন রোহিত

ছবি: সংগৃহীত

রেকর্ড তখনই গড়ে যখন আরেকটি ভাঙে। রোহিত শর্মাও এমন এক রেকর্ড থেকে মাত্র ৫৩ রান দূরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি পেরোতে পারলেই হিটম্যান টপকে যাবেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড। তবে এই তালিকায় শীর্ষে ওঠা হবে না।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানে শচীনের চেয়ে একধাপ পিছিয়ে আছেন রোহিত। ভারতকে পঞ্চাশ ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মাঝে রোহিতের ঝুলিতে আছে ২৪০২ রান। ৫৪টি ম্যাচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন করেছেন এই রান। তিনি ভারতীয়দের মাঝে তালিকায় তিনি সাত নম্বরে।

ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের নিরিখে রোহিত আছেন শচীনের পেছনে। একদিনের ক্রিকেটে ভারতকে ৭৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে কিংবদন্তি শচীন করেছেন ২৪৫৪ রান। অর্থাৎ, তালিকায় ৫২ রান পিছিয়ে রয়েছেন রোহিত। যা আজ ঘুচে যেতে পারে।

ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি রান মহেন্দ্র সিং ধোনির। ২০০টি ম্যাচে তিনি করেছেন ৬৬৪১ রান। ধোনির পর এই তালিকায় দুইয়ে আছেন বিরাট কোহলি (৫৪৪৯), মোহাম্মদ আজহারউদ্দিন (৫২৩৯), সৌরভ গাঙুলি (৫০৮২) ও রাহুল দ্রাবিড় (২৬৫৮)।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম