Logo
Logo
×

খেলা

আমিরাতের অভিজ্ঞতা তাবিথকে শোনালেন আফঈদারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৯:৩০ এএম

আমিরাতের অভিজ্ঞতা তাবিথকে শোনালেন আফঈদারা

আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে সোমবার সকালে দেশে ফিরেছেন আফঈদা খন্দকাররা। বিশ্রাম নিয়ে বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সভায় বসেন তারা। সভায় বাফুফে সভাপতি বলেন, ‘আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ থেকে জানলাম আমাদের দুর্বলতা কোথায়। সামনে আরও নিবিড় অনুশীলন হবে। জুনে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট রয়েছে। পেরোতে পারলে ২০২৬ এশিয়া কাপ। বাছাইপর্ব উতরাতে না পারলেও সামনে আরও অনেক ম্যাচ রয়েছে। আগামী দুই বছর ঠাসা সূচি তোমাদের। আশা করি খেলা বন্ধ থাকবে না।’

আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক আফঈদা। গোলের পর কেমন উদ্যাপন হয়েছে এবং ম্যাচের শেষ ১০ মিনিটে আরও গোলের সুযোগ ছিল কি না, অধিনায়ককে জিজ্ঞেস করেছেন বাফুফে সভাপতি। আফঈদা উত্তরে বলেন, ‘ওরা শেষের দিকে হাঁপিয়ে উঠেছিল। আমরা গোলের সুযোগ পেয়েছিলাম; কিন্তু গোল করতে পারিনি।’

স্বপ্না খাতুন তার গোল মিসের বর্ণনা করার পর সভাপতি সান্ত্বনা দিয়ে বলেন, ‘সমস্যা নেই, সামনে হবে।’ পরে তাবিথ বলেন, ‘আমাদের ক্যাম্প ছুটি হয়ে যাচ্ছে। আবার কবে অনুশীলন শুরু হবে পরে জানিয়ে দেওয়া হবে। এর মধ্যেও যোগাযোগ থাকবে আমাদের।’ তিনি যোগ করেন, ‘তিনজন (আফঈদা, রিপা, সুরমা) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে। আমরা চাই তোমরা একাডেমিকভাবেও এগিয়ে যাও। খেলার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এখন যতটুকু সময় পাবে পড়াশোনা করবে। খেলাধুলার সঙ্গে পড়াশোনাও দরকার।’

জানা গেছে, ঈদুল ফিতরের পর ৫৫ জনকে নিয়ে পূর্ণাঙ্গভাবে ক্যাম্প শুরু হবে। বাফুফে আনুষ্ঠানিকভাবে ৩৭ জনের সঙ্গে চুক্তি করেছে। এর বাইরে ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করা ১৮ ফুটবলার রয়েছেন। বাফুফের আহ্বানে সাবিনা খাতুনদের ক্যাম্পে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম