Logo
Logo
×

খেলা

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে যা কথা হলো বাফুফে সভাপতির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে যা কথা হলো বাফুফে সভাপতির

ছবি: বাফুফে

এশিয়ান কাপ বাছাইয়ে চলতি মাসে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ২৫ মার্চ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এরপর ১৮ নভেম্বর ফিরতি লেগে খেলতে ঢাকায় আসবে ভারতীয় দল।

এই ম্যাচ দুটি সামনে রেখে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন।

ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে ম্যাচকে সামনে রেখে ৫ মার্চ দুপুরে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেবেন জামাল ভূঁইয়ারা। সেখানে অনুশীলন ক্যাম্প করে ১৮ মার্চ ঢাকায় ফিরবে জামালরা।

এরপর ২০ বা ২১ মার্চ ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে জাতীয় দলের। তাই আগেভাগেই ভারতের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেয় বাফুফে। সে উদ্যোগের প্রেক্ষিতে জরুরিভিত্তিতে বাংলাদেশ দলের সবার ভিসা ইস্যু করে দিয়েছে ভারত।

এদিকে হাইকমিশনারের সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাতের বিষয়ে ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক। ভারতের হাইকমিশনার আমাদের নারী ফুটবলের প্রশংসা করেছেন। তাদের ওখানে মেয়েদের লিগ খেলার বিষয়টি এসেছে। স্পোর্টস মেডিসিন নিয়ে কথা হয়েছে। ফুটবলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন করে উন্নয়নের কথা আলোচনায় এসেছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম