Logo
Logo
×

খেলা

বরুণের ঘূর্ণিতে গ্রুপসেরা ভারত, রানার্স আপ নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:১১ পিএম

বরুণের ঘূর্ণিতে গ্রুপসেরা ভারত, রানার্স আপ নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

ভারতকে আড়াইশর মধ্যে আটকে দিয়েও জয় ছিনিয়ে নিতে পারল না নিউজিল্যান্ড। ব্যাটিং ব্যর্থতায় লক্ষ্য থেকে বেশ দূরেই থেমেছে তারা। বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে কিউইদের ৪৪ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। আর এই হারের ফলে রানার্স আপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের দেওয়া ২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশিরভাগ কিউই ব্যাটার পায়ের তলায় মাটি খুঁজে পাননি। শুধু অভিজ্ঞ কেন উইলিয়ামসন-ই যা একটু লড়াই করেছেন। ১২০ বলে দলীয় সর্বোচ্চ ৮১ রান তুলতে পেরেছেন তিনি।

ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী স্রেফ ৪২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন। আরেক স্পিনার কুলদীপ যাদব ঝুলিতে পুরেছেন ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিল না ভারত। ৩০ রানের মধ্যেই কোহলি, রোহিত ও শুবমান ধরেন সাজঘরের পথ। তবে চারে নেমে শ্রেয়াস আইয়ারের ৭৯, আর হার্দিক পান্ডিয়া (৪৫) ও অক্ষর প্যাটেলের (৪২) চল্লিশোর্ধ্ব দুই ইনিংসে সম্মানজনক স্কোর পায় ভারত। তাদের ব্যাটে চড়ে ৫০ ওভারে ভারত জমা করে ৯ উইকেটে ২৪৯ রান।

কিউই পেসার ম্যাট হেনরিও বরুণের সমান ৪২ রান খরচায় ঝুলিতে পোরেন ৫ উইকেট। তবে শেষ পর্যন্ত কিউইদের ব্যাটিং ব্যর্থতায় ঢাকা পড়ে গেছে হেনরির দুর্দান্ত বোলিং নৈপুণ্য।

ভারত-নিউজিল্যান্ডের এই ম্যাচ দিয়ে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব। এবার সেমিফাইনালের পালা। আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘বি’র রানার্স আপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। পরদিন (৫ মার্চ) গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে নিউজিল্যান্ড।

এই দুই ম্যাচের জয়ী দল আগামী ৯ মার্চ মেগা ফাইনালে মুখোমুখি হবে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম