Logo
Logo
×

খেলা

বিশ্ব শাসন করতে চান আফ্রিকান ‘হালাকু খান’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:৫৩ পিএম

বিশ্ব শাসন করতে চান আফ্রিকান ‘হালাকু খান’

দুর্দান্ত ফর্মে আছেন দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন। তবে তিনি এখানেই থামতে চান না। তার লক্ষ্য এবার আরও বড়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেকে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।

গেল ওয়ানডে বিশ্বকাপেও এমন ছন্দে ছিলেন তিনি। বেধড়ক পিটুনির শিকার বানাচ্ছিলেন একেক বোলারকে। ঠিক তখনই ধারাভাষ্যকার রমিজ রাজা তার নাম দিয়েছিলেন ‘হালাকু খান’। 

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ ছন্দে আছেন তিনি। দুটো ম্যাচে ব্যাট হাতে ক্রিজে নেমেছেন, দুটো পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। শেষ পাঁচ ম্যাচে টানা হাফ সেঞ্চুরি করা এই উইকেটকিপার-ব্যাটসম্যান আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে ৬৪ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে দিয়েছেন তিনি।  

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ক্লাসেন বলেন, ‘আমি এই সফরে (দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ) রব ওয়াল্টারের সঙ্গে একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমি বিশ্বের সেরা হতে চাই।’  

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি, আমি পরিস্থিতি বুঝে খেলতে পারি এবং আমার জন্য গুরুত্বপূর্ণ হলো যতটা সম্ভব বল মাটিতে রাখা, যেমনটা আজ রাতে করেছি।’

‘আজকের ইনিংস নিয়ে আমি বেশ সন্তুষ্ট... দাঁড়িয়ে থাকা এবং নিজের টেকনিকের ওপর বিশ্বাস রাখা। আমি জানি আমার ব্যাটের সুইং ভালো, তাই যখন এটা ক্লিক করে, তখন আমি বেশ খুশি থাকি।’

১৯৯৮ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (তৎকালীন নকআউট বিশ্বকাপ) জেতার পর থেকেই দক্ষিণ আফ্রিকা আইসিসির আসরে শিরোপা জিততে পারেনি। বিশ্ব শাসন তো বটেই, দীর্ঘ ২৭ বছরের শিরোপা খরাটাও যে মিটিয়ে ফেলতে চান ক্লাসেন, তা আর বলতে!

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম