Logo
Logo
×

খেলা

আইপিএলে একগাদা নতুন বিধিনিষেধ জারি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:৩৭ পিএম

আইপিএলে একগাদা নতুন বিধিনিষেধ জারি

ফাইল ছবি

চলতি মাসে মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে অংশগ্রহণকারী দলগুলোর জন্য একগাদা বিধিনিষেধ জারি করেছে ভারতের বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, এবারের আইপিএলে দলগুলো সাতটির বেশি অনুশীলন সেশন করতে পারবে না। আগের আসরগুলোতে এমন কোনো বাধাধরা নিয়ম ছিল না। বিসিসিআই আরও জানিয়েছে, সর্বোচ্চ দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলা যাবে, সেটাও ওই নির্ধারিত সেশনের মধ্যে। অনুশীলন ম্যাচগুলোও মূল পিচে আয়োজন করা যাবে না। পাশের পিচে আয়োজন করতে হবে। ম্যাচের দিন কোনও প্র্যাকটিস চলবে না। যদি কোনও দল আগেভাগে তাদের অনুশীলন শেষ করে, তবুও ওই উইকেটগুলো অনুশীলনের জন্য ব্যবহার করতে পারবে না অন্য দলগুলো।

এছাড়া আইপিএল যেসব মাঠে অনুষ্ঠিত হবে, সেগুলো সম্পর্কেও কিছু বিধিনিষেধ দিয়েছে বিসিসিআই। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, মাঠগুলোতে কোনো ধরনের স্থানীয় খেলা, লিজেন্ডস লিগ কিংবা সেলিব্রিটি টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। লিগের জন্য পিচ ও মাঠ তরতাজা রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, আইপিএল শুরুর আগে মূল পিচে সাতটি সেশন অনুশীলন করতে পারবে দলগুলো। সেই সেশনও তিন ঘণ্টার বেশি নয়। যদি কোনও দল অনুশীলন ম্যাচ খেলতে চায়, সেটাও ওই সাতটি সেশনের মধ্যেই করতে হবে। দুটির বেশি অনুশীলন ম্যাচ খেলতে পারবে না কোনও দল। যত খুশি ওপেন নেট অনুশীলনও করতে পারবে না আইপিএলের দলগুলো।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন, ‘ফ্লাডলাইটে মোট সাতটি অনুশীলন করতে পারবে দলগুলো। তিন ঘণ্টার বেশি অনুশীলন করতে পারবে না তারা। এই সাতটি সেশনের মধ্যে সর্বোচ্চ দুটো অনুশীলন ম্যাচ খেলতে পারে দলগুলো। অনুশীলন ম্যাচের বদলে ওপেন নেট অনুশীলনও করতে পারে তারা। তবে সেটা দুটোর বেশি নয়।’

উল্লেখ্য, আগামী ২২ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম