Logo
Logo
×

খেলা

ভারতকে সুবিধা দিতে গিয়ে অস্ট্রেলিয়া-দ. আফ্রিকাকে বিপাকে ফেলল আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১০:১২ পিএম

ভারতকে সুবিধা দিতে গিয়ে অস্ট্রেলিয়া-দ. আফ্রিকাকে বিপাকে ফেলল আইসিসি

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। ফলে এ টুর্নামেন্টের শেষ চারের দুই লড়াই মাঠে গড়াবে দুই ভিন্ন দেশে। বি গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বিপাকে পড়েছে সূচি নিয়ে। একটু এদিক ওদিক হলে তারা অনুশীলনের জন্য সময় পাবেই না তেমন। সে শঙ্কা এড়াতে এই দুই দলই শনিবার পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) উড়ে যাবে।

আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘দুবাইয়ে ৪ মার্চের সেমিফাইনালে অংশ নেওয়া দলটিকে যথাযথ প্রস্তুতির সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে, যেখানে তাদের পাকিস্তান ছেড়ে দুবাই যেতে হবে, আবার পরদিনই পাকিস্তানে ফিরে আসতে হবে। কারণ লাহোরের সেমিফাইনাল ৫ মার্চ অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া এরই মধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তারা নিশ্চিতভাবেই সেমিফাইনালে পৌঁছে গেছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও করাচি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবে।

তবে সেমিফাইনালের ম্যাচ আপ এবং ভেন্যু চূড়ান্ত হবে শুধুমাত্র রোববার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ গ্রুপ ম্যাচের পর। নিশ্চিতভাবেই ভারত দুবাইয়ে খেলবে, তাদের গ্রুপে অবস্থান যেমনই হোক না কেন। এর ফলে বি গ্রুপের দুই দল কোথায় খেলবে, তা নির্ধারিত হবে ভারতের ম্যাচের পরেই।

এরকম পরিস্থিতির সৃষ্টি হওয়া আগে থেকেই প্রত্যাশিত ছিল। কারণ ভারত তাদের সব ম্যাচ পাকিস্তানের বাইরে খেলবে। যদিও পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক, তবে পিসিবি ভারতকে পাকিস্তানে খেলার জন্য রাজি করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে তারা ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজনের প্রস্তাব দিয়েছিল, কিন্তু বিসিসিআই জানায়, ‘ভারত সরকার পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেয়নি।’ রাজনৈতিক টানাপোড়েনের কারণেই এই জটিলতা।

ভেন্যু নিয়ে এই অনিশ্চয়তা ফাইনাল পর্যন্ত গড়াবে। যদি ভারত সেমিফাইনাল জেতে, তবে ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে। কিন্তু ভারত যদি হেরে যায়, তবে ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেক্ষেত্রে ফাইনালের আগেও অন্য ম্যাচের জয়ী দল থাকতে পারে এখনকার মতো অনিশ্চয়তাতেই।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম