Logo
Logo
×

খেলা

মুশফিক-মাহমুদউল্লাহর খেলা নিয়ে শঙ্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

মুশফিক-মাহমুদউল্লাহর খেলা নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটা কি খেলে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক কি খেলে ফেলেছেন তার শেষ আন্তর্জাতিক ওয়ানডে। সেই উত্তর অবশ্য এখনও মেলেনি। তবে উত্তর না মিললেও এ নিয়ে অনিশ্চয়তা যে আছে সেটা কমবেশি সকলেই বুঝেন।

এর মধ্যে এই দুজনকে নিয়ে এবার নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আগামী ৩ মার্চ শুরু হতে যাওয়া ডিপিএলের শুরু থেকেই তাদের পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। গুঞ্জন ডিপিএলের শুরুতে এই দুই তারকাকে নাও পেতে পারে তাদের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এবারের আসরে বেশ তারকাবহুল দল গড়েছে মোহামেডান। জাতীয় দলের বেশ কজন খেলোয়াড় আছে তাদের দলে। মুশফিক-মাহমুদউল্লাহকে ছাড়াও মোহামেডানে আছেন তামিম ইকবাল, রনি তালুকদার, মুশফিক হাসান, আরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটাররা।

তবে মুশফিক ও মাহমুদউল্লাহকে শুরুতে পাওয়া যাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ায় আজ রাতেই দেশে ফিরবে বাংলাদেশ দল। এর পরপরই এই দুই ক্রিকেটার মাঠে নামবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

মোহামেডান দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে জানিয়েছেন ক্রিকেটাররা দেশে ফিরলেই জানা যাবে বিস্তারিত। পরে অবশ্য এও জানালেন, ফিটনেস বা শারীরিক অবস্থা ভালো থাকলে প্রথম ম্যাচ থেকেই খেলবেন ক্রিকেটাররা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম