Logo
Logo
×

খেলা

আইপিএলকে টক্কর দিতে একই সময়ে পিএসএল, সূচি ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

আইপিএলকে টক্কর দিতে একই সময়ে পিএসএল, সূচি ঘোষণা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালেই আগামী ১১ এপ্রিল পর্দা উঠবে পিএসএলের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডিতে হবে এই দ্বৈরথ।

এবারের পিএসএলে সবমিলিয়ে ৩৪টি ম্যাচ হবে ৪ ভেন্যুতে। আর ভেন্যুগুলো হচ্ছে- রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোর। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে।

প্রায় ১৮০০ কোটি টাকা ব্যয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার করা হয়। সে মাঠেই এবারের পিএসএলে সর্বোচ্চ ১৩টি ম্যাচ রাখা হয়েছে। এ ছাড়া রাওয়ালপিন্ডিতে ১১, করাচি এবং মুলতানে হবে সমান ৫টি করে ম্যাচ।

সূচি ঘোষণায় পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের জানিয়েছেন, ‘আমরা পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণায় রোমাঞ্চিত। গত ১০ বছরে এই টুর্নামেন্ট বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত প্রতিযোগিতায় পরিণত হয়েছে। যেখানে পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার প্রদর্শনী হয়।’

দেখে নিন পিএসএল সূচি:


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম