
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪০ এএম
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্যালারিতে মিলবে ফ্রি ইফতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

আরও পড়ুন
রোজা পালন করে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখতে যেন কোনো বিড়ম্বনায় না পড়তে হয়, সে কারণে বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাকি ম্যাচগুলোয় এই সুবিধা দেবে বোর্ডটি। পাকিস্তান অংশে এমন কিছুর ঘোষণা এখনও দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
রোজাদার দর্শকরা নিশ্চিন্তে খেলা উপভোগ করতে পারবেন। ইফতার বক্স সরাসরি তাদের আসনে পৌঁছে দেওয়া হবে, যাতে তারা খেলার দিকেই পুরো মনোযোগ দিতে পারেন। দর্শকরা সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড বা প্লাটিনাম স্ট্যান্ড যেখানেই বসে থাকুন না কেন, সব ধরনের রোজাদার দর্শকই বিনামূল্যে ইফতার বক্স পাবেন।
মধ্যপ্রাচ্যে ১ মার্চ থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর পরদিন, ২ মার্চ, গ্রুপ ‘এ’ এর ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত।
এই টুর্নামেন্টের সেমিফাইনালও ৪ মার্চ দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে ভারত এলিমিনেটর পর্বে পৌঁছে গেছে। সংযুক্ত আরব আমিরাতেই তাদের সব ম্যাচ খেলবে। আর সেসব ম্যাচেই ফ্রি ইফতারের ব্যবস্থা করেছে ইসিবি।
ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
আরও পড়ুন