Logo
Logo
×

খেলা

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ‘সহজ’ উপায় বলেছেন গাভাস্কার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ‘সহজ’ উপায় বলেছেন গাভাস্কার

ছবি: সংগৃহীত

আইসিসির টুর্নামেন্টেই সীমাবদ্ধ। ভারত-পাকিস্তানকে এর বাইরে দেখা যায় এশিয়া কাপের কোনো ম্যাচে। তাও নিরপেক্ষ ভেন্যু হলেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের দ্বিপাক্ষিক সিরিজও হচ্ছে না প্রায় দেড় যুগ। তবে সেই অচলঅবস্থা কাটতে পারে। ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার শুনিয়েছেন উপায়।

ভারতের সাবেক তারকার মতে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ চালু হওয়া নির্ভর করছে সীমান্তে শান্তি ফিরে আসার ওপরেই। সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বন্ধ না হলে দুই দেশের মধ্যে সিরিজ আয়োজন কখনওই আলোর মুখ দেখবে না।

সম্প্রতি এক অনুষ্ঠানে গাভাস্কার বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ কীভাবে সম্ভব? এটা খুবই সহজ। যদি সীমান্তে শান্তি থাকে, তাহলে উভয় সরকারই বলবে, ঠিক আছে, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটছে না যখন তবে অন্তত আলোচনা শুরু করা যাক।’

তবে সীমান্তে উত্তেজনার বিষয়টি সামনে রেখেছেন গাভাস্কার। একই সঙ্গে অনুপ্রবেশের কিছু ঘটনাও সামনে এনেছেন। সেক্ষেত্রে দুই দেশের মাঝে ক্রিকেট নিয়ে বন্ধন আপাতত সম্ভব হবে না বলেই মনে করেন ভারতের সাবেক তারকা।

কদিন আগে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এবছরে আরও তিনবার দুদলের মুখোমুখি হওয়ার সুযোগ আছে। আগামী সেপ্টেম্বরে ভারত আয়োজন করবে এশিয়া কাপ। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট জানিয়েছে, সেটি হতে পারে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। তবে ফাইনালসহ তিনবার দেখা হতে পারে ভারত-পাকিস্তানের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম