Logo
Logo
×

খেলা

ভারতকে বড় সুখবর দিলেন বুমরাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ এএম

ভারতকে বড় সুখবর দিলেন বুমরাহ

ভারতীয় ক্রিকেট দল ও মুম্বাই ইন্ডিয়ান্সকে বড় এক স্বস্তির খবরই দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে নেটে বোলিং শুরু করেছেন তিনি।

বুমরাহ দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন, যা তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় পেয়েছিলেন। এই চোটের কারণেই তিনি চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন। তবে অবশেষে তিনি মাঠে ফেরার প্রথম ধাপ নিয়েছেন এবং আবার বোলিং শুরু করেছেন।

আজ ইনস্টাগ্রামে বুমরাহ নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায় তিনি নেটে বল করছেন এবং একটি ফুল লেংথ ডেলিভারিতে মিডল ও লেগ-স্টাম্প উড়িয়ে দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিদিনই উন্নতি করছি’।


এ খবর মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বিশেষভাবে আশাব্যঞ্জক। আইপিএলের যে খুব বেশি সময় বাকি নেই আর! সে কারণে দলটা চাইবে বুমরাহ ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই যেন মাঠে ফিরে আসেন।

আইপিএল ২০২৫ শুরু হবে ২২ মার্চ, ফলে বুমরাহের হাতে পর্যাপ্ত সময় রয়েছে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফেরার জন্য। দীর্ঘমেয়াদে ভারতীয় দলও আশা করবে যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য এই তারকা পেসার সম্পূর্ণ ফিট থাকবেন। এই সিরিজ আগামী ২০ জুন থেকে শুরু হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম