Logo
Logo
×

খেলা

বলছেন শোয়েব আক্তার

কোহলির আদর্শ শচীন, বাবরের ‘টুক টুক’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম

কোহলির আদর্শ শচীন, বাবরের ‘টুক টুক’

ছবি: সংগৃহীত

ডট বল খেলা নিয়ে সমালোচনা চলছে বহুদিন। বাবর আজমের ব্যাটিং স্ট্যান্ড পছন্দ না অনেকের, কেউ মনে করেন পাকিস্তানের হতদশার পেছনেও দায় তার। কারও মত, প্রচণ্ড স্বার্থপর পাকিস্তানের ওপেনার। এককাঠি এগিয়ে শোয়েব আক্তার বলেছেন ‘ভণ্ড’। পাকিস্তানের কিংবদন্তি পেসারের মতে, ভুল আদর্শ বেছে নিয়েছেন বাবর।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে হারের পর রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সরাসরি বাবরকে কটাক্ষ করেন। সেদিন তিনি ক্ষুদ্ধ হয়ে বলেছিলেন, বাবরের কোনো আদর্শই নেই। সেটি বোঝাতেই তিনি টুক টুক শব্দ দুটি ব্যবহার করেছিলেন।

দিনতিনেক আগে শোয়েব একটি অনুষ্ঠানে ব্যাখ্যাও দেন, ‘সব সময় কোহলির সঙ্গে বাবরের তুলনা করি। এখন আমাকে বলুন, কোহলির হিরো কে? শচীন টেন্ডুলকার। যে ১০০টি সেঞ্চুরি করেছেন। কোহলি হাঁটছে তার পথে। বাবর আজমের হিরো কে? টুক টুক।’

সামনে কোনও নায়ক না থাকা, অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়দের দেখে শেখার বিষয়টি বোঝাতেই ব্যঙ্গের সুরে কাল্পনিক ‘টুক টুক’ শব্দটি বেছে নিয়েছেন শোয়েব। এরপরই পাকিস্তানের তারকা ব্যাটারের পিন্ডি চটকিয়েছেন শোয়েব, ‘'তুমি (বাবর) ভুল নায়ক বাছাই করেছো। তোমার চিন্তা-ভাবনা ভুল। তুমি শুরু থেকেই একজন ভণ্ড ছিলে। তুমি নাম্বার ওয়ান কেউ নও।’

ট্রফির মিশন থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার পর বাবরকে নিয়ে অনেক বেশি সমালোচনা। ঘরের মাঠে তেমন কিছু করতে পারেননি এই টপ অর্ডার। উল্টো অতিরিক্ত ডট বল খেলে সমালোচিত হয়েছেন। সেই ডট বলের সমালোচনার রেশ ধরেই হয়ত বাবরকে শোয়েব ব্যঙ্গ করেছেন, ‘টুক টুক।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম