Logo
Logo
×

খেলা

পিন্ডিতেই দুই মহারথীর বিদায়?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ এএম

পিন্ডিতেই দুই মহারথীর বিদায়?

ছবি: সংগৃহীত

নানা বাস্তবতায় পঞ্চপাণ্ডব এখন দুই পাণ্ডবে ঠেকেছে। সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল ও মাশরাফি মর্তুজা নিয়েছেন অবসর। বাকি যে দুজন—মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ, তাদের নিয়েও বিস্তর কথা। ব্যাট কথা শুনছে না, শরীরও দিচ্ছে না সায়। অভিজ্ঞতার ঝুলি টইটম্বুর করলেও বাংলাদেশকে কিছু দিতে পারছেন না দুজন। আলোচনা হচ্ছে, সমালোচনা বাড়ছে।

সব মিলিয়ে কথাও উঠেছে, এখনই ছেড়ে দেওয়া উচিত তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটাদাগে ব্যর্থ হয়েছেন মুশফিক। ভারতের বিপক্ষে শূন্যরানে ফেরার পরের ম্যাচেও হন ব্যর্থ। শেষ কিছুদিনই আড়ালে টাইগার এই ব্যাটার। মাহমুদউল্লাহ চোট কাটিয়ে ফিরেছেন, তবে ধাঁচে নেই। তাইতো গুঞ্জন উঠেছে, রাওয়ালপিন্ডিতেই শেষ বলে দেবেন দুই মহারথী।

এটি স্রেফ গুঞ্জন। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। আজ দুপুরে পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের লড়াই। এই ম্যাচেই মুশফিক ও মাহমুদউল্লাহর শেষ দেখে ফেলেছেন অনেকে। এমন একটি প্রশ্ন বুধবার সংবাদ সম্মেলনে শুনেছেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি দিয়েছেন কৌশলী উত্তর।

টাইগার কোচ বলেন, ‘গুঞ্জন যেহেতু শুনেছেন ফলাফলটা আপনারাই দিয়ে দেন। আমরা তো কোনো কিছু শুনিনি। আপনারা যেহেতু শুনেছেন পত্রিকার জন্য লিখে দিয়ে দেন। আমরা তো এখান থেকে কিছু বলতে পারব না।’

কোচ সালাউদ্দিন স্পষ্ট করে কিছু না বললেও দলের বিশস্ত সূত্র জানিয়েছে, দুই মহারথী আজই বিদায় বলতে পারেন ক্রিকেটকে। তবে এখনও নিশ্চিত নয়। ম্যাচ শেষে বোঝা যাবে মাহমুদউল্লাহ-মুশফিক থাকছেন নাকি পঞ্চপাণ্ডবের শেষ দুই নক্ষত্রেরও পতন হবে!

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম