Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি

বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, অভিযোগ কামিন্সের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম

বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, অভিযোগ কামিন্সের

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান সফর করেনি ভারত। তারা হাইব্রিড মডেলে টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। গ্রুপ পর্বের সব ম্যাচ, এমনকি সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সে ম্যাচগুলোও দুবাইয়ে-ই খেলবে তারা। ভারতের এক মাঠে সব ম্যাচ খেলার বিষয়টিকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স।

ইয়াহু অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অজি পেসার বলেছেন, ‘টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে, এটা ভালো ব্যাপার। কিন্তু ভারত একই মাঠে সব ম্যাচ খেলায় স্পষ্টতই বিশাল সুবিধা পাচ্ছে। তারা এমনিতেই খুব শক্তিশালী দল, তার ওপর এক ভেন্যুতেই সব ম্যাচ খেলে বাড়তি সুবিধা নিচ্ছে।’

কামিন্স মোটেই ভুল বলেননি। একই মাঠে সব খেলা হওয়ায় ভারতীয় ক্রিকেটারদের কোনো ভ্রমণঝক্কি নেই। এছাড়া একটি মাঠের কন্ডিশন সম্পর্কে জানলেই চলছে তাদের। অন্য দলগুলোকে কয়েকটি মাঠের কন্ডিশন বিশ্লেষণ করতে হচ্ছে। এসব দিক বিবেচনা করলে বলাই যায়, রাজনৈতিক অজুহাতে পাকিস্তানে না যাওয়ার গোঁ ধরে আসলে বাড়তি সুবিধা আদায় করে নিয়েছে ভারত।

এদিকে চোটের কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্সের। তার জায়গায় অজিদের নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে কামিন্স বলেছেন, ‘বাড়িতে দারুণ সময় কাটছে, সবকিছু ঠিকঠাক চলছে এবং পুনর্বাসনে গোড়ালির পরিচর্যাও ভালোভাবে চলছে। এ সপ্তাতেই আমি দৌড়ানো এবং বোলিং শুরু করব।’

আইপিএল দিয়ে মাঠে ফেরার ইচ্ছা কামিন্সের, ‘আগামী মাসে আইপিএল আছে, এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফর। সামনে অনেক কিছু অপেক্ষা করছে।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম