Logo
Logo
×

খেলা

বাংলাদেশের জয়ের প্রার্থনা পাকিস্তানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

বাংলাদেশের জয়ের প্রার্থনা পাকিস্তানের

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে প্রার্থনা করছে পুরো পাকিস্তান। তার কারণ পরিস্কার। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচে জিতে ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। 

এই তিন দলের মধ্যে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। তারা আসরের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে মিশন শুরু করে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে ব্যাকফুটে। তার চেয়েও খারাপ অবস্থা পাকিস্তানের। তারা নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় আছে। 

আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তবে নিউজিল্যান্ডকে বাংলাদেশ যদি হারিয়ে দিতে পারে তাহলে খেলা জমে যাবে। 

তখন বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট দুই ম্যাচে সমান ২ করে হবে। সেক্ষেত্রে তিন দলকেই তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে।

‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। সেই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে সেমিফাইনালের ভাগ্য। নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে, পাকিস্তানই সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে।

আর নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জেতে, তখন সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ড যদি ভারতকে হারায় এবং বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে যায়, সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড।

এর বাইরেও একটি হিসাব থাকবে। নিউজিল্যান্ড ও বাংলাদেশ দুই দলই যদি নিজেদের ম্যাচ জেতে, তখন দুই দলেরই পয়েন্ট হবে ৪ করে। সে ক্ষেত্রে সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে। তবে এসব জটিল হিসাবের প্রয়োজন হবে তখনই, যখন বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতবে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম