Logo
Logo
×

খেলা

আফ্রিদি-নাসিম-হারিসদের বাতিলের খাতায় রাখলেন হাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম

আফ্রিদি-নাসিম-হারিসদের বাতিলের খাতায় রাখলেন হাফিজ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেসারদের নাম শুনলে একটা সময় ভয়ে কাঁপন শুরু হতো প্রতিপক্ষের ব্যাটারদের। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও শোয়েব আখতাররা এখনও তরুণ প্রজন্মের পেসারদের কাছে এক একটি আদর্শের নাম। অথচ, তাদের উত্তরসূরি শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের একী হাল। এই পেস ত্রয়ীকে কোনোরকম পাত্তায় দিচ্ছেন না ব্যাটাররা। এই অবস্থায় এই ত্রয়ীকে বাতিলের খাতায় রেখে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে বলে মনে করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতে বিপক্ষে কোনো রকম পাত্তায় পায়নি পাকিস্তানের এই পেস ত্রয়ী। একমাত্র পেসার হিসেবে আফ্রিদি দুটি উইকেট পেলেও তিনি ওভার প্রতি রান খরচ করেছেন ৯.২৫। নাসিম অবশ্য ছিলেন বেশ ইকোনোমিকাল, ৪.৬২। তবে দিনশেষে উইকেট আদায় না করায় ব্যর্থ তিনিও। হারিস রান দিয়েছেন ওভার প্রতি ৭.৪২ গড়ে। এই অবস্থায় পেসারদের সমালোচনা করেছেন হাফিজ।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের ত্রয়ী ২০২৩ এশিয়া কাপ, ৫০-ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এখন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। কাজেই এটা স্বীকার করার সময় এসেছে যে, তাদের প্রতিভা থাকা সত্ত্বেও, তারা পাকিস্তানের হয়ে বড় টুর্নামেন্ট জেতার যোগ্যতা প্রমাণ করতে পারেনি।’

এই পেস ত্রয়ীকে ছেঁটে ফেলে তরুণদের সুযোগ দেওয়ার সময় এসেছে বলেও জানান হাফিজ, ‘আসুন আমরা এগিয়ে যাই। মোহাম্মদ আলী, খুররম শাহজাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আকিফ জাভেদ, এবং মীর হামজার মতো অন্যান্য বোলারদের সুযোগ দেই। এই খেলোয়াড়রা তাদের সুযোগের জন্য অপেক্ষা করছে- তারাও একজন পাকিস্তানি এবং সুযোগের যোগ্য।’

বাবরকে নিয়েও কঠোর অবস্থানে হাফিজ, ‘বাবর আজম গত ১০ বছর ধরে পাকিস্তানের হয়ে খেলছেন। তবুও তিনি পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে একক জয় নিশ্চিত করতে সাহায্য করতে পারেননি।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও নিন্দা করেছেন পাকিস্তানের পেস ত্রয়ীর। সাবেক এই কিংবদন্তির মতে, ওমান ও যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ অবস্থা পাকিস্তানি বোলারদের।

ওয়াসিম বলেন, ‘যথেষ্ট হয়েছে। আপনারা তাদের তারকা বানিয়েছেন। গত পাঁচ ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা ৬০ গড়ে ২৪ উইকেট নিতে পেরেছে। অর্থাৎ প্রতি উইকেটে ৬০ রান খরচ করেছে তারা। আমাদের গড় ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও খারাপ। যে ১৪টি দল ওয়ানডে খেলছে, তাদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় সর্বাধিক খারাপ।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম