Logo
Logo
×

খেলা

সৌম্য-শান্তদের কাছে যে আকুতি জানালেন সিমন্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম

সৌম্য-শান্তদের কাছে যে আকুতি জানালেন সিমন্স

ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর বাংলাদেশের জন্য আজ বাঁচা-মরার লড়াই।এ অবস্থায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স মনে করেন, নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে টপ অর্ডারকেই দায়িত্ব নিতে হবে। 

সিমন্স বলেন, ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ের শুরুর অংশেই ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। তার ভাষায়, আমরা প্রথম ১০ ওভারে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই ব্যাকফুটে ছিলাম। আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা এই গুরুত্বপূর্ণ সময়গুলোতেও জিততে পারি। 

ক্যারিবীয় এই কোচ বলেন, প্রথম ১০-১৫ ওভারে আমাদের ব্যাটিংকে আরও ভালোভাবে গুছিয়ে নিতে হবে। মিডল ও লোয়ার অর্ডার ভালো করছে, কিন্তু টপ অর্ডারের ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে।

এর আগে দুবাইয়ে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নবম ওভারের মধ্যেই ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে সৌম্য সরকার আউট হন, এরপর দ্বিতীয় ওভারেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোহলির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। তানজিদ হাসান ও মেহেদী হাসান মিরাজও দ্রুত আউট হন। আর সৌম্য-শান্তের মতো মুশফিকুর রহিমও গোল্ডেন ডাকের শিকার হন।

বড় স্কোরের লক্ষ্য বাংলাদেশের

সিমন্স মনে করেন, বাংলাদেশের ওপেনারদের আরও দ্রুত পরিস্থিতি বুঝে ব্যাট করতে হবে।তার মতে, লাহোরে অস্ট্রেলিয়া ৩৫২ রান তাড়া করে জিতেছে, আমরা সেটি থেকে অনুপ্রেরণা নিতে পারি। রাওয়ালপিন্ডিও বড় রান তোলার জন্য ভালো মাঠ। আর আমরাও আগের পাঁচ ম্যাচের মধ্যে দুবার ৩০০+ করেছি। যদি আমরা ভালো শুরু করতে পারি, তাহলে ৩০০ রান সম্ভব।

ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়াটা বাংলাদেশের জন্য খুবই পরিচিত ব্যাপার। কারণ ২০১৫ সাল থেকে টাইগাররা অন্য যেকোনো দলের চেয়ে বেশি বার কিউইদের বিপক্ষে খেলেছে। তবে সিমন্স মনে করেন, দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের চেয়ে এটি অনেক বেশি চাপের। 

কোচের মতে, এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই কঠিন। এটি বিশ্বসেরা আট দলের লড়াই, তাই সহজ কিছু আশা করা যায় না। নিউজিল্যান্ড দারুণ খেলছে, তবে সোমবার একটা নতুন দিন। আমরা চেষ্টা করবো তাদের ছন্দ নষ্ট করতে।

নিউজিল্যান্ড আত্মবিশ্বাসী, মাহমুদউল্লাহর ফিটনেস নিয়ে সংশয়

পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজের অপরাজেয় শিরোপাধারী নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স টড়ফিতেও তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়েছে। অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, টুর্নামেন্ট শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজে (পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) বেশিরভাগ ব্যাটার রান পেয়েছেন, যা দলকে আত্মবিশ্বাস দিয়েছে।

স্পিনিং অলরাউন্ডারের ভাষায়, আমাদের দলের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন খেলোয়াড় পারফর্ম করেছেন, যা আমাদের জন্য ইতিবাচক। এখন রাওয়ালপিন্ডিতে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে।

এদিকে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তা ছিল মাহমুদউল্লাহর ফিটনেস নিয়ে। হ্যামস্ট্রিং চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি, তবে নিউজিল্যান্ড ম্যাচের আগে রাওয়ালপিন্ডিতে নেটে ব্যাটিং করেছেন।

সিমন্স আশা করছেন, রাওয়ালপিন্ডির মাঠ বাংলাদেশকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, গত বছর পাকিস্তানে এসে তাদের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারানো সহজ কাজ ছিল না। আশা করি, সেই স্মৃতি আমাদের দলকে অনুপ্রেরণা জোগাবে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম