Logo
Logo
×

খেলা

পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়, তসবিহ জপছেন অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৮ পিএম

পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়, তসবিহ জপছেন অধিনায়ক

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। শুধু তাই নয়! টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। আগের আসরে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান।

এবার ট্রফি ধরে রাখার মিশনে মাঠের লড়াইয়ে নেমেছে স্বাগতিক পাকিস্তান। কিন্তু আসরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ব্যাক ফুটে চলে যায় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি।

আজ চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি পাকিস্তান। এই ম্যাচটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে হেরে যাওয়ায় ব্যাক ফুটে থাকা পাকিস্তানের টুর্নামেন্টে টিকে থাকতে হলে; তার চেয়েও সহজ ব্যাপার হলো সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে আজ পাকিস্তানের জয়ের কোনো বিকল্প নেই। 

অথচ এমন কঠিন সমীকরণের ম্যাচে পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্লথ গতিতে ব্যাটিং করে পাকিস্তান। বিনা উইকেটে ৪১ রান করার পর ৬ রানের ব্যবধানে ২ ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। 

এরপর ১৪৪ বলে ১০৪ রানের পার্টনারশিপ গড়ে দলকে খেলায় ফেরান সৌদ শাকিল আর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। একটা পর্যায়ে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৫১ রান। 

এরপর পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়। স্কোর বোর্ডে মাত্র ৪৯ রান যোগ করতেই পাকিস্তান হারায় ৫ ব্যাটসম্যানের উইকেট।

দলের এমন কঠিন পরিস্থিতিতে ক্যামেরা ধরা পড়েন; আউট হয়ে ড্রেসিংরুমে ফেরা পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সেই সময় দেখা যায় চেয়ারে বসে তসবিহ হাতে জপছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম