Logo
Logo
×

খেলা

জ্যোতিষীর দুঃসংবাদ, পাকিস্তানের বিপক্ষে হার ঠেকাতে ভারতে প্রার্থনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম

জ্যোতিষীর দুঃসংবাদ, পাকিস্তানের বিপক্ষে হার ঠেকাতে ভারতে প্রার্থনা

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ দুবাইয়ে মাঠে নামছে ভারত-পাকিস্তান। তুমুল উত্তেজনাকর এই ম্যাচটির সঙ্গে জড়িয়ে আত্মমর্যাদা ও ইতিহাস। তাই যেকোনো মূল্যে এই ম্যাচে জয় চায় দুদলই। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলতেও এই ম্যাচে জয় প্রয়োজন দুদলের। তাই জমজমাট এক ম্যাচ দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্ব।

তুমুল উত্তেজনাকর এই ম্যাচের আগে অবশ্য ভারতকে দুঃসংবাদই দিয়েছে জ্যোতিষী। যা জানার পর পাকিস্তানের বিপক্ষে হার এড়াতে ভারতে প্রার্থনায় বসেছে বহু মানুষ।

এমনিতেও বড় ম্যাচের আগে প্রার্থনায় বসতে দেখা যায় ভারতীয়দের। এবারও এর ব্যতিক্রম হয়নি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয় পেতে কলকাতায় ভারতীয় সমর্থকরা বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

এক্সে এএনআইয়ের দেওয়া এক ভিডিওতে দেখা যায়, ভারতীয় সমর্থকরা বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন। যাকে তারা নাম দিয়েছেন ‘হাভান সেরিমনি’। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মোকাবিলা করেছিল ভারত। সেই ম্যাচের আগেও ভারানসিতে একইভাবে প্রার্থনার আয়োজন করেছিল ভারতীয় সমর্থকরা। পরে ম্যাচেও যার ফল পেয়েছে ভারত। ৬ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে রোহিত শর্মার দল। এবার পাকিস্তান ম্যাচেও একই পন্থা অবলম্বন করেছে দলটি।

তবে এই ম্যাচের আগে রোহিতদের দুঃসংবাদ দিয়েছেন এক ভারতীয় জ্যোতিষী। যিনি মহাকুম্ভের ভাইরাল আইআইটি বাবা নামে পরিচিত, মূল নাম অভয় সিং।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকুম্ভ মেলা চলাকালে এক সাক্ষাৎকারে আইআইটি বাবা অভয় সিং বলেন, ‘আমি তোমাদের আগে থেকে বলছি, এবার ভারত জিতবে না।’ যা শুনে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তবে তিনি তার বক্তব্যে অবিচল। তাকে পরবর্তীতে এ নিয়ে ফের প্রশ্ন করা হলে বলেন, ‘আমি যখন বলে দিয়েছি ভারত জিতবে না, তখন জিতবে না।’

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে– অভয় সিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। এরপর উচ্চ বেতনের চাকরি ছেড়ে তিনি বেছে নিয়েছেন আধ্যাত্মিক পথ। এবারের মহাকুম্ভের অন্যতম আকর্ষণও ছিলেন তিনি। তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তার ভবিষ্যদ্বাণী নিয়ে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘সে বিশ্বাস করে কর্মফলে, আমরা বিশ্বাস করি রোহিত শর্মাকে।’

এখন দেখার অপেক্ষা সত্যিই ফলে কিনা ভাইরাই এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী। সেই উত্তর অবশ্য মিলবে দ্রুতই। আর কিছুক্ষণ পরই মাঠে নামতে যাচ্ছে দুদল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম