Logo
Logo
×

খেলা

সেরা ফর্মে ফিরতে কী করতে হবে শাহিনকে, জানালেন আমির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম

সেরা ফর্মে ফিরতে কী করতে হবে শাহিনকে, জানালেন আমির

ছবি: সংগৃহীত

পাকিস্তানের এখনকার পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদিকে বোলিং অ্যাকশনে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক পেসার মোহাম্মদ আমির।

সম্প্রতি পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে আলোচনায় আফ্রিদির বোলিং অ্যাকশনের ভুল চিহ্নিত করে তা সংশোধনের পরামর্শ দেন তিনি।

আমির এসময় আফ্রিদির নির্দিষ্ট ভুলটি চিহ্নিত করে ব্যাখ্যা করেন কীভাবে তিনি তার দক্ষতা বাড়িয়ে আরও ভয়ঙ্কর বোলার হতে পারেন। তিনি বলেন, কিছু পরিবর্তন আনলে আফ্রিদি তার সেরা ফর্মে ফিরে আসতে পারবেন।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকে আফ্রিদির বোলিং আগের মতো কার্যকর নয়, যা পাকিস্তানের পেস আক্রমণে সমস্যার সৃষ্টি করছে।

বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এই পারফরম্যান্সের পতন স্পষ্ট হয়, যেখানে শেষ ১০ ওভারে পাকিস্তানের বোলাররা ১১৩ রান খরচ করে মাত্র একটি উইকেট নিতে সক্ষম হন।

সাবেক অধিনায়ক রশিদ লতিফও একই অনুষ্ঠানে বলেন, আফ্রিদি বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে তুলনামূলকভাবে ভালো বোলিং করেন, যা তার সাফল্যের কারণ। তবে ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে তিনি আগের মতো সুইং আদায় করতে পারছেন না।

তিনি আরও বলেন, আফ্রিদির বোলিং অ্যাকশনে কিছু ছোটখাটো পরিবর্তন প্রয়োজন, যা কোচদের আরও আগেই ঠিক করা উচিত ছিল।

উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে যাওয়া রিজওয়ানদের জন্য ভারতের বিপক্ষে ম্যাচটি এখন অনেকটা বাঁচামরার লড়াই।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম