চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই কিউই তারকার সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম

আজ থেকে শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই অনন্য নজির গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার উইলি ইয়াং।
আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ইয়াং। তিনি ১০৭ বল মোকাবেলা করে ১১টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরিপূর্ণ করেন।
ওয়ানডে ক্রিকেটে তার খেলা ৪১তম ম্যাচে এটা চতুর্থ সেঞ্চুরি। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি আর বাংলাদেশ দলের বিপক্ষে একটি সেঞ্চুরি হাঁকান ৩২ বছর বয়সি এই তারকা।
বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।