ভারত দলে অশান্তি, কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ তারকা ব্যাটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
রিশাভ পান্তকে নিয়ে বিস্তর অভিযোগ গৌতম গম্ভীরের। বিশেষ করে তরুণ তারকার ব্যাটিং স্টাইল পছন্দ করেন না ভারতের কোচ। সেই নিয়েও কত কাণ্ড। ড্রেসিংরুমে কোচ-খেলোয়াড়ের উতপ্ত সেই বাক্য বিনিময় গণমাধ্যমেও এসেছিল। এবার ভারতের একাধিক মিডিয়া জানিয়েছে, সেই রেশ এখনও কাটেনি। ভারত দলে অশান্তিও ছড়িয়েছে বেশ।
সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, রিশাভ ক্ষুব্ধ হয়েছেন গম্ভীরের সিদ্ধান্তে। ভারতের কোচ জানিয়েছেন, একাদশে উইকেটকিপার ব্যাটার হিসেবে তিনি কেএল রাহুলকে বেছে নেবেন। যদি রাহুল ব্যর্থ হয়, তবেই মিলবে পান্তের সুযোগ। বিষয়টি মানতে পারছেন না রিশাভ।
ভারতের তারকা ক্রিকেটার জানিয়েছে, তাকে অন্তত বাজিয়ে দেখুক কোচ। সেই সুযোগটাও তিনি পাচ্ছেন না। চোট কাটিয়ে ফেরার পর একটি মাত্র ওয়ানডে খেলতে পেরেছিলেন পান্ত। যেখানে রাহুল ব্যর্থ হয়েও পাঁকা করে বসে আছেন জায়গা। সেই নিয়েই নাকি বচসা। ভারতের গণমাধ্যমটি জানিয়েছে, এই নিয়ে নাকি সিনিয়রদের কাছে নালিশও দিয়েছেন রিশাভ।
তবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কেউ কিছু বলেননি। কোচ গম্ভীর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাহুলকে নিয়েই খেলতে চান। তবে রিশাভের ব্যাপারে তেমন কিছু বলেননি। ক্ষোভের বিষয়টি রিশাভও সামনে আনেনি। এরমাঝে আবার পায়ে ব্যথা পেয়েছেন কিপার ব্যাটার। চোট অবশ্য খুব একটা মারাত্মক কিছু নয়। গত দুদিন ভারত দলের প্রস্তুতিতে ছিলেন রিশাভ। তবে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে তিনি যে থাকবেন না তা একপ্রকার নিশ্চিত।