Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স লিগ

মিলানকে থামিয়ে ফেইনুর্ডের ডাচ রূপকথা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম

মিলানকে থামিয়ে ফেইনুর্ডের ডাচ রূপকথা

ছবি: সংগৃহীত

মিলানের সান সিরো স্টেডিয়াম উপচে পড়ছিল দর্শক। এসি মিলানের প্রত্যাবর্তন দেখার স্বপ্ন ছিল সমর্থকদের চোখে। সেই স্বপ্নের বদলে ডাচ রূপকথার সাক্ষী হয়েছেন তারা। গতকাল টিকে থাকার লড়াইয়ে চেষ্টা করেও পারেনি মিলান। চ্যাম্পিয়ন্স লিগের সাতবারের চ্যাম্পিয়নরা থেমেছে অখ্যাত ফেইনুর্ডের সামনে।

অথচ প্রথম লেগে ফেইনুর্ডের কাছে ১-০ গোলে হারকে ফ্লুক ভেবে বসেছিলেন অনেকে। সেটি বাস্তব করার জোগাড় ছিল। ফেইনুর্ড তাদের সেরা তারকা হারালো। প্লে-অফ শুরুর ৪৮ ঘণ্টা আগে কোচ ব্রায়ান প্রিস্কিকেও বাদ দেওয়া হলো। অন্তবর্তীকালীন হিসেবে আসলেন অনূর্ধ্ব-২১ দলের কোচ প্যাসকাল বশচার্ট। সান সিরোতে খেলার মিনিটখানেকের মাথায় পিছিয়েও পড়ল। তবুও ফেইনুর্ড থামেনি। দলটি শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় শেষ করেছে।

ম্যাচটির পুরোটা জুড়ে ছিল নাটকীয়তা। মিলানের ঘরের মাঠের ম্যাচটি কমপক্ষে ২-০ গোলে জিততে হতো। সেই পথও তৈরি হয়ে গিয়েছিল। ম্যাচের প্রথম মিনিটে গোল পায় মিলান। সান্তিয়াগো গিমিনেজ স্বপ্ন দেখান দারুণ এক গোল। তখন কে ভাবছে যে মিলানের ইতিহাসের সামনে পাহাড় হয়ে দাড়াবে ফেইনুর্ড। হয়েছে সেটিই। 

ম্যাচের ৫১ মিনিটে দশজনের দলে পরিণত হয় মিলান। সেই সুযোগ পুরোটা কাজে লাগায় ফেইনুর্ড। একের পর এক আক্রমণে তটস্ত করে রাখে মিলানের ডিবক্স। ডাচ ক্লাবটি শেষ ষোলোর মিশনে গোলটি শোধ দেয় ৭৩ মিনিটে। বাকি সময়েও একের পর এক আক্রমণেও মিলান টলাতে পারেনি সফরকারীদের।

তাতেই স্তব্ধ হয়ে পড়ে সান সিরো। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে এর আগে কখনও রাউন্ড অব সিক্সটিন খেলেনি ফেইনুর্ড। আর ১৯৯৫ সালের পর প্রথমবার নকআউটের ম্যাচে কোনো ডাচ ক্লাবের কাছে হেরে আসর থেকেই ছিটকে যায় মিলান। ইতালির জায়ান্টদের হতাশার রাত উপহার দিয়ে ফেইনুর্ড ১-২ ব্যবধানে গড়েছে ইতিহাস।

একই রাতে, বেনফিকার বিপক্ষে সর্বোচ্চটা দিয়ে লড়েছে মোনাকো। তবে পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে জিততে পারেনি। ৬ গোলের ম্যাচটি ফয়সালা হয় ৩-৩ গোলে। আগের লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় শেষ ষোলোতে উঠেছে বেনফিকা। আরেক খেলায় এদিনও আটলান্ট পাত্তা পায়নি ক্লাব বুর্গের কাছে। গতকাল ৩-১ ব্যবধানে জিতেছে বুর্গ। ২-৫ ব্যবধানে তারা উঠেছে শেষ চারে। শুক্রবার বসবে শেষ ষোলোর ড্র।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম