চ্যাম্পিয়ন্স ট্রফি
চোটের মিছিলে কিউইদের আরেক পেসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম

ছবি: সংগৃহীত
লকি ফার্গুসনকে নিয়ে শঙ্কা ছিল। সেটিই বাস্তব হলো। ডান পায়ের ইনজুরিতে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের তারকা পেসার। তার বদলি কাইল জেমিসনকে দলে টেনেছে কিউইরা। কদিন আগে বেন সিয়ার্সকে হারায় মিচেল স্যান্টনারের দল।
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্লাক ক্যাপসরা শুরু করবে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। তার আগে আরেক পেসারকে হারিয়েছে দলটি।
আইএল টি-২০ তে খেলার সময় ইনজুরিতে পড়ায় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ছিলেন না ফার্গুসন। করাচিতে আফগানিস্তানের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন। সেই ম্যাচে বল করার সময় ফের ডান পায়ে ব্যথা অনুভব করেন এই পেসার।
নিউজিল্যান্ড ক্রিকেট বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক নিরীক্ষায় জানা গেছে ফার্গুসন পুরো টুর্নামেন্টে অংশ নেয়ার মতো পর্যাপ্ত ফিট নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু ঘনিয়ে আসার কারণে এবং টুর্নামেন্টের স্বল্প সময়সীমার কথা বিবেচনা করে, ফার্গুসনকে পুনর্বাসন শুরু করার জন্য দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’