Logo
Logo
×

খেলা

‘গেম চেঞ্জার’ রিশাদের দিকে তাকিয়ে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম

‘গেম চেঞ্জার’ রিশাদের দিকে তাকিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নিজের দিনে রিশাদ হোসেন কি করতে পারেন, এতদিনে তা কয়েকবার প্রমাণ দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার স্পিনার দেখিয়েছেন ভেলকি। দুর্দান্ত স্পিনের পাশাপাশি ব্যাটিংয়ে দ্রুত রান তোলার ক্ষমতা রাখা রিশাদকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার একই ভূমিকায় দেখতে চায় বাংলাদেশ।

সোমবার আইসিসির এক ভিডিওবার্তায় রিশাদকে নিয়ে বলেছেন অলরাউন্ডার সৌম্য, পেসার তানজিম সাকিব ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সৌম্য কোনো রাগঢাক না রেখেই রিশাদকে বলেছেন ‘গেম চেঞ্জার’ হিসেবে, ‘রিস্ট স্পিনাররা হচ্ছেন গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে।’

আইসিসির প্রকাশিত রিলসে বাংলাদেশের তরুণ পেসার সাকিব বলেন, ‘আমাদের জন্য রিশাদ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সে বল হাতে সব সময় ব্রেকথ্রু এনে দেয়। ব্যাটিংয়ে রান করেও অবদান রাখে।’

অধিনায়ক শান্তর চাওয়া রিশাদের থেকে অনেক কিছু। রিশাদের ভেলকি দেখতে তিনিও মুখিয়ে আছেন, ‘রিশাদের বোলিং ভালো করলে টুর্নামেন্টে ভালো করব। আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো, সেটা আমরা জানি। রিস্ট স্পিনাররা এই টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে রিশাদের বোলিং দেখতে মুখিয়ে আছি।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে জাত চিনিয়েছিলেন রিশাদ। মাঝে বিপিএল এবং ঘরোয়া লিগেও দেখিয়েছেন দাপট। ব্যাটিংয়ে দ্রুত রান তোলা এবং বোলিংয়ে ব্রেকথ্রু দিতে পটু রিশাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম