Logo
Logo
×

খেলা

তারকা ব্যাটারকে নিয়ে চিন্তা বাড়ছে ভারতের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ পিএম

তারকা ব্যাটারকে নিয়ে চিন্তা বাড়ছে ভারতের

ছবি: সংগৃহীত

ঘটনা রোববারের। দুবাইয়ে অনুশীলন করছিল ভারত দল। নেটে পাশাপাশি ব্যাটিং ঝালাই করে নিচ্ছিলেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পান্ত। হঠাৎ সরোজে বল এসে লাগে পান্তের পায়ে। ব্যথায় কুকড়ে উঠে শুয়ে পড়েন ভারতের অন্যতম তারকা। পরে মাঠও ছাড়েন।

চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে ভারতের জোরালো প্রস্তুতিতে ওইদিন পরে আর দেখা যায়নি পান্তকে। সোমবার ফিরলেও ব্যাটিং করেছেন খানিকক্ষণ। ফিল্ডিং কিংবা মাঠে পান্ত থাকেননি বেশি সময়। তাতেই চিন্তা বাড়ছে ভারতের। ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, চোটটা খানিকটা গুরুতর উইকেট রক্ষক ব্যাটারের।

ভারত এবার কিপার ব্যাটার হিসেবে দুজনকে দলে রেখেছে—কেএল রাহুল ও ঋষভ। দুজনের মধ্যে যদিও রাহুল থাকবেন এগিয়ে। তবে কোনো কারণে রাহুল খেলতে না পারলে বিপদ বাড়বে ভারতের। এরমধ্যে রোববার হাঁটুতে চোট পেয়েছেন পান্ত। ভারতের ফিজিওরা শুশ্রষা চালাচ্ছেন, তবে অগ্রগতি খুব একটা চোখে পড়েনি। সোমবারও মাঠে পান্তকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

তবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মারকুটে অনুশীলন চালিয়েছেন রাহুল। প্রায় সব বলে হাঁকিয়েছেন বাউন্ডারি। তার উপরই এখন ভারতের ভরসা। নয়তো ভারতের কপালে বাড়তে পারে চিন্তার ভাঁজ!

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম