Logo
Logo
×

খেলা

বিপিএল

টিকিট থেকে রেকর্ড আয়ের খুশিতে সুখবর দিলেন ফারুক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

টিকিট থেকে রেকর্ড আয়ের খুশিতে সুখবর দিলেন ফারুক

বিসিবি সভাপতি ফারুক আহমেদ

ঘুরে দাঁড়ানোর গল্প বুঝি একেই বলে! যে টিকিট অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হয়েছিল এবারের বিপিএল, টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেই টিকিটেই রচিত হয়েছে সাফল্যগাথা। এবারের বিপিএলে টিকিট বিক্রি করে রেকর্ড অর্থ আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রেকর্ড আয়ের খুশিতে ফ্র্যাঞ্চাইজিদের সুখবর দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সুখবর, টিকিট বিক্রির যে আয় আমাদের হয়েছে, এখান থেকে ভালো একটা ভাগ সব ফ্র্যাঞ্চাইজিকে দিতে পারব।’

বিপিএলে এবার টিকিট বিক্রি থেকে কত টাকা আয় হয়েছে, সে তথ্য দিয়ে ফারুক বলেন, ‘পুরো বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছি। আগের ১০ এডিশনে মোট ১৫ কোটি টাকার মতো টিকিট বিক্রি করতে পেরেছিল ক্রিকেট বোর্ড। সেটি বিবেচনা করে এক বছরেই আমরা কাছাকাছি চলে গেছি। টিকিট বিক্রির স্বত্ব বিক্রি থেকে আরও ১ কোটি টাকা যোগ হবে। সে হিসেবে সোয়া ১৩ কোটি টাকা টিকিট বিক্রি থেকে আসবে। এটা বড় মাইলফলক।’

অনলাইনে টিকিট সংগ্রহের সিস্টেম নিয়ে শুরুতে দর্শকদের কিছুটা ভোগান্তি হলেও বিসিবি পরে দ্রুত সেটি সমাধান করেছে। এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেছেন, ‘আমাদের মনে হয়েছিল আয় করার খুব ভালো একটা উৎস হচ্ছে টিকিট বিক্রি। বিশেষ করে বিপিএলের মতো টুর্নামেন্ট থেকে। আমরা এবার সফলভাবেই টিকিট বিক্রি করেছি। ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়েছি। বিশ্বকাপের মতো টিকিট বিক্রি করেছি।’

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম