Logo
Logo
×

খেলা

সাকিবের প্রশ্নে এখন ‘গুরু’ ফাহিমও বিরক্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম

সাকিবের প্রশ্নে এখন ‘গুরু’ ফাহিমও বিরক্ত

সাকিব আল হাসান ও নাজমুল আবেদিন ফাহিম

দেশের ক্রিকেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় সাবেক অধিনায়কদের সঙ্গে আলোচনায় ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমসহ অন্যরা।

সভা শেষে মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবি পরিচালক ফাহিম কথা বলেছেন সভা ও চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এ সময় সাকিব আল হাসানকে প্রশ্নব করতেই বিরক্তি ঝরেছে তার কণ্ঠে।

তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘না, এটা কি করতেই হবে (প্রশ্ন)? না এটা কি করতেই হবে? সাকিবকে নিয়ে আর কোনো প্রশ্ন? ধন্যবাদ।’

সাবেক অধিনায়কদের সঙ্গে সভায় মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য সমাপ্ত মৌসুম নিয়ে আলোচনা করেছেন বিসিবি কর্তারা। ফাহিম জানান, ‘যে বিপিএলটা হয়েছে, সেটা নিয়ে কথা বলেছি। সামনের বছর আমাদের খেলাটাকে কীভাবে সাজাতে পারি বা তাদের মতামতগুলো কী। আগের অধিনায়কেরা ছিল এখানে। মজার ব্যাপার, আমাদের বর্তমান লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ–তারাও এখানে ছিল। এখান ক্রিকেটের কী অবস্থা তারা সবচেয়ে ভালো জানে।’

বর্তমান বোর্ড সাবেকদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে জানিয়ে এই পরিচালক যোগ করেন, ‘প্রত্যেক অধিনায়কই তাদের মতো করে মতামত জানিয়েছে, কোন কোন জায়গায় আমরা একটু ভালো করতে পারি। কোথায় পরিবর্তন দরকার, কোথায় আমরা খুব একটা ভালো করছি না। এসব মিলিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা অবশ্যই, এ বোর্ড সে আলোচনাকে খুবই গুরুত্ব দেবে। সেটার ওপর ভিত্তি করে হয়তো কিছু কিছু সিদ্ধান্তও হবে। হয়তো আমরা সামনে দেখতে পাব ক্রিকেট মাঠে বা সামনের ক্যালেন্ডারগুলোতে।’

সভায় উপস্থিত ছিলেন—সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, রাজিন সালেহরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম