Logo
Logo
×

খেলা

ভারতীয় তারকাকে রেখেই চলে গেল বাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম

ভারতীয় তারকাকে রেখেই চলে গেল বাস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছে। বিদেশ সফরে গিয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটালেন ভারতীয় টপঅর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, লোকেশ রাহুল বিমানবন্দরে অবতরণের পরে আর টিমের সঙ্গে হোটেলে যেতে পারেননি। তিনি আলাদা একটি গাড়িতে হোটেলে পৌঁছান। 

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত ১৫ ফেব্রুয়ারি শনিবার ভারত থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয় ভারত। দুবাইয়ে পৌঁছার পর দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাইতে টিম ইন্ডিয়ার আগমনকে কেন্দ্র করে ক্রিকেট ভক্তরা উল্লসিত ছিলেন।

ভক্তদের এমন উল্লাসের মধ্যেই বিমান থেকে নেমে গাড়িতে করে হোটেলে পৌঁছতে হয় ভারতীয় ক্রিকেট দলকে। বিমানবন্দর থেকে বের হয়ে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়ারা টিম বাসে উঠেন। 

অধিনায়ক রোহিত শর্মাকে দেখে উন্মাদনায় ফেটে পড়েন বিমানবন্দর চত্বরে উপস্থিত ভক্ত-সমর্থকরা। দলের সব প্লেয়াররা একে একে বাসে উঠলেও দেখা যায়নি টপঅপর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুলকে। 

লোকেশ রাহুলের জন্য ভারতীয় টিম বাস হোটেলের উদ্দেশে যাত্রা শুরুর আগে বিমানবন্দরে ২০ মিনিট অপেক্ষা করে। পরে জানা যায়, রাহুল প্রায় ২০ মিনিট পরে বিমানবন্দর থেকে বের হয়ে আলাদা একটি গাড়িতে হোটেলের উদ্দেশে রওনা হন। কী কারণে রাহুলের লেট হয়েছে, সেটা এখনো জানা যায়নি।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম