Logo
Logo
×

খেলা

সানিয়া মির্জার কঠিন সময়ে পাশে থাকা কে সেই বিশেষ বন্ধু?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম

সানিয়া মির্জার কঠিন সময়ে পাশে থাকা কে সেই বিশেষ বন্ধু?

ভারতের টেনিস আইকন সানিয়া মির্জা সবসময় ভক্তদের ভালোবাসায় সিক্ত থেকেছেন। এমনকি অবসরের পরেও। তার ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জ এলেও বন্ধু ও ভক্তরা তাকে নিরন্তর সমর্থন দিয়ে গেছেন।

সানিয়া মির্জার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পার নাম শোনা যায়। তবে অনেকেই জানেন না যে, ভারতের আরেকজন তারকা টেনিস খেলোয়াড়ও তার খুব কাছের বন্ধু।

সেই বিশেষ বন্ধু হলেন- ভারতীয় টেনিস তারকা রোহান বোপান্না। বোপান্না সম্প্রতি ইতিহাস গড়েছেন টেনিসের মাঠে। অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস খেতাব জিতে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন এই ভারতীয়। তার এই সাফল্যে সানিয়া মির্জা অত্যন্ত গর্ববোধ করেন এবং সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দনও জানান।

শুধু সামাজিক মাধ্যমেই নয়, সম্প্রচার মাধ্যমেও নিজের আনন্দ প্রকাশ করেন সানিয়া মির্জা। তিনি জানান, টুর্নামেন্ট শুরুর সময় আমি ভেবেছিলাম, যদি বোপান্না পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হন এবং বিশ্বসেরা হন, তাহলে তা কতটা বিশেষ হবে। যখন তিনি সত্যিই এটি অর্জন করলেন, তখন আমরা সবাই বিস্মিত হয়ে গেলাম।

সানিয়া মির্জা ও রোহন বোপান্নার বন্ধুত্ব শুধু কোর্টের মধ্যেই সীমাবদ্ধ নয়। সানিয়া যখনই দুবাই থেকে ভারতে আসেন, তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। তারা যেমন একে অপরের প্রতি পারস্পরিক সম্মান দেখান, তেমনি একে অপরকে প্রশংসায়ও ভাসান।

ডিভোর্সের পর নতুন জীবন

এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর সানিয়া মির্জা এখন দুবাইয়ে তার ছেলের সঙ্গে বসবাস করছেন। তবে ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জের মধ্যেও তিনি তার ভক্তদের কাছ থেকে প্রচুর ভালোবাসা ও সমর্থন পাচ্ছেন।

নিজের কঠিন সময়ে এভাবেই বন্ধুত্ব ও সমর্থনের শক্তিতে এগিয়ে চলেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা!সূত্র: ইন্ডিয়া ডটকম

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম