ওয়াসিম আকরামের চেয়েও বড় ক্রিকেটার রশিদ খান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ছোট দেশের বড় তারকা হিসেবে বেশ জনপ্রিয় রশিদ খান। আফগান এই লেগ স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে ২১১ ইনিংসে অংশ নিয়ে ইতোমধ্যে ৪০৪ উইকেট শিকার করেছেন।
পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম টেস্ট আর ওয়ানডে মিলে ৫৩২ ইনিংসে অংশ নিয়ে শিকার করেছেন ৯২৩ উইকেট। ওয়াসিম আকরাম টেস্টে ১৮১ ইনিংসে অংশ নিয়ে শিকার করেন ৪১৪ উইকেট।
ওয়াসিম আকরাম সম্ভবত ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঁহাতি পেসার। কেউই তার যোগ্যতার ধারেকাছেও নেই। অথচ পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন আফগানিস্তানের রশিদ খান কিংবদন্তি ওয়াসিম আকরামের চেয়েও ভালো ক্রিকেটার।
রশিদ লতিফ বলেছেন, রশিদ খান আফগানিস্তানের নাম্বার ওয়ান ক্রিকেটার। সে ওয়াসিম আকরামের চেয়েও বড় ক্রিকেটার। আমি জেনেশুনেই বলছি, রশিদ খান পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের চেয়েও বড় ক্রিকেটার।
রশিদ খান আফগানিস্তানের সেরা স্পিনার, বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটে তার রেকর্ড বিবেচনা করলে স্পষ্ট প্রমাণিত। রশিদ লতিফ বলেছেন, রশিদ খানের জন্য আমার একটাই পরামর্শ আছে। আপনার টেস্ট দলকে উন্নত করুন এবং পাকিস্তানের বিরুদ্ধে আরও বেশি টেস্ট ম্যাচ খেলুন।
