Logo
Logo
×

খেলা

সতীর্থরা দুবাইয়ে, মিরপুরে কী করছেন লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম

সতীর্থরা দুবাইয়ে, মিরপুরে কী করছেন লিটন

লিটন দাস

জাতীয় দলের জার্সিতে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না লিটন দাস। তার জেরে জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে। পরে অবশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের জার্সিতে আলো ছড়িয়েছেন। ঝড়ো এক সেঞ্চুরিতে বিনোদন দিয়েছেন ক্রিকেটপ্রেমীদের। তবে এরপরও নির্বাচকরা সিদ্ধান্ত বদলাননি।

তাই সতীর্থরা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে অবস্থান করলেও লিটন দেশেই রয়েছেন। বিপিএলের পরপর অবশ্য নিজ জেলা দিনাজপুরে গিয়েছিলেন। সেখানে কিছুদিন অবস্থান করার পর ঢাকায় ফিরেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। সেখানে অনুশীলন করতে দেখা গেছে লিটনকে। ইনডোরে ব্যাট হাতে নিজেকে প্রস্তুতে ব্যস্ত ছিলেন এই ওপেনার। বোলিং মেশিনে করেছেন দীর্ঘক্ষণ অনুশীলন, বড় বড় শট খেলতেও দেখা গেছে এই উইকেটকিপার-ব্যাটারকে।

এদিকে আগামী মাসে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। গেল বছর আবাহনীর হয়ে খেললেও এবার এখনো দল নিশ্চিত হয়নি তার। তবে দল ঠিক না হলেও নিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না লিটন। তাই আগেভাগেই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দিয়ে শুরু করেছেন অনুশীলন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম