Logo
Logo
×

খেলা

রোহিত-কোহলির নাম করে অশ্বিনের ‘খোঁচা’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম

রোহিত-কোহলির নাম করে অশ্বিনের ‘খোঁচা’

ছবি: সংগৃহীত

সদ্যই ক্রিকেটকে অবসর বলেছেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটকে বিদায় বলার আগে অনিল কুম্বলের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়ার কীর্তি গড়ে গেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে কুম্বলের উইকেট সংখ্যা ৯৫৩ আর অশ্বিনের উইকেট সংখ্যা ৭৬৩। যদিও কুম্বলের চেয়ে শতাধিক ম্যাচ কম খেলে এই অর্জন তার।

এমন অর্জনের পরও অনেকটা আড়ালেই থাকতে হয়েছে তাকে। বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো তারকাদের ভিড়ে আলাদাভাবে আলোটা কখনোই আসেনি তার ওপর যা নিয়ে খানিকটা আক্ষেপ আছে তারও। এবার সেটাকেই ইস্যু করে রোহিত-কোহলির নাম করে খোঁচা দিলেন অশ্বিন। জানালেন, ভারতীয় ক্রিকেটে তারকা প্রথা বন্ধ হওয়া উচিত।

নিজস্ব ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আমাদের এই বিষয়গুলি দ্রুত স্বাভাবিক করা প্রয়োজন। দলে কখনও তারকা সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। উন্নতি করতে হলে, এই বিষয়গুলিতে নজর দিতে হবে। মাথায় রাখতে হবে আমরা ক্রিকেটার। আমরা কেউ অভিনেতা বা মহাতারকা নই। আমরা ক্রীড়াবিদ। এমনভাবে নিজেদের প্রতিস্থাপিত করতে হবে যাতে সাধারণ মানুষ আমাদের সঙ্গে সহজেই তুলনা করতে পারেন।’

বিরাট কোহলি-রোহিত শর্মাদের নাম করে অশ্বিনের বক্তব্য, ‘বিরাট কোহলি বা রোহিত শর্মা, যারা ক্রিকেটে এতকিছু অর্জন করে ফেলেছে, ওরা যদি নতুন করে আরও একটা সেঞ্চুরি করে, তাহলে সেটা আর তাদের সাফল্য নয়। বরং সেটাই তাদের নিত্যনৈমিত্তিক কাজ। সেভাবেই ভাবা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত এইসব ব্যক্তিগত অর্জনকে ছাপিয়ে আরও বড় সাফল্য।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম