Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্য শোনা যাবে ৯ ভাষায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্য শোনা যাবে ৯ ভাষায়

ছবি: সংগৃহীত

দোরগোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ক্রিকেটের মেগা এই আসরে আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠের লড়াইয়ে নামবে ৮টি দল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রস্তুতি নিতে শুরু করেছেন দর্শকরাও। ধারাভাষ্যকারই বা কেন বাদ যাবেন। তাদের কণ্ঠেই তো জমে উঠবে আসর। প্রস্তুতিটা তাই তারাও নিচ্ছেন বেশ জোরেশোরেই।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ সরাসরি টেলিভিশনে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এছাড়া এই প্রথম কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। জিটাল প্ল্যাটফর্মে মোট ১৬টি ফিডে নয়টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।

ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।

স্টার স্পোর্টের সব চ্যানেল এবং স্পোর্টস ১৮-তে এসব ভাষায় খেলা সম্প্রচারিত হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পাবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। অনলাইনেও খেলা দেখা যাবে। টফি অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম