Logo
Logo
×

খেলা

বদলে গেল ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের’ নাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

বদলে গেল ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের’ নাম

ফাইল ছবি

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগেও এক দফা নাম পরিবর্তন হয় রাজধানীর গুলিস্তান এলাকায় অবস্থিত এই স্টেডিয়ামের। শুরুতে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত এই স্টেডিয়ামের ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ নামকরণ করে আওয়ামী লীগ সরকার।

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়। এই স্টেডিয়ামে একসময় সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো। বর্তমানে স্টেডিয়ামটি ফুটবল এবং অ্যাথলেটিকসের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জাতীয় স্টেডিয়ামের বর্তমান দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম