Logo
Logo
×

খেলা

বিপিএলের পর ডিপিএলেও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম

বিপিএলের পর ডিপিএলেও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ

পারিশ্রমিক না দেওয়া নিয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে কম আলোচনা-সমালোচনা হয়নি। সে অভিযোগের তির এবার ধেয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগের দিকেও। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ তুলেছেন ব্যাটার মুনিম শাহরিয়ার।

২০২৩-২৪ মৌসুমে পারটেক্সের হয়ে খেলেন মুনিম। সে টুর্নামেন্টের পর প্রায় এক বছর হয়ে যাচ্ছে। কিন্তু চুক্তির পুরো অর্থ তিনি পাননি হাতে। এতদিন তবু ক্লাব কর্তৃপক্ষ তাকে টাকা পরিশোধের আশ্বাস দিচ্ছিল। তবে এখন সেটাও পাচ্ছেন না তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুনিম লেখেন, ‘প্রাথমিকভাবে (চুক্তির আগে) পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ সাহেব এবং তার ছেলে জারিফের সঙ্গে আমার কথা হয়। সিজন শেষ হবার পূর্বেই আমার পারিশ্রমিক পরিশোধের বিষয়ে তারা প্রতিশ্রুতি দেন।’

Munim Shahriar made 51 off 28 balls, Sylhet Sunrisers vs Fortune Barishal, Bangladesh Premier League, Sylhet, February 8, 2022

তিনি আরও জানান, ‘খেলা চলাকালীন সময়ে ক্লাব কর্তৃপক্ষ পারিশ্রমিকের ৫০% পরিশোধ করে। সিজন শেষ হওয়ার পূর্বেই তাদের শতভাগ পারিশ্রমিক পরিশোধের কথা ছিল। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে প্রায় এক বছর হতে চললো; অথচ ক্লাব কর্তৃপক্ষ আমার বাকি ৫০% পারিশ্রমিক পরিশোধ করেনি।’

একাধিকবার অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি পারটেক্স স্পোর্টিং ক্লাব। মুনিম বলেন, ‘গত এক বছরে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সাজ্জাদ সাহেব আমাকে ১০ থেকে ১২ টি তারিখ দিয়েছেন অথচ টাকা পরিশোধ করেনি।’

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক সংক্রান্ত ইস্যু নিয়মিত আলোচনার বিষয় হয়ে উঠছে। বিপিএলের পর এবার ডিপিএলেও একই অভিযোগ উঠল। এখন বিসিবিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম