Logo
Logo
×

খেলা

বাংলাদেশ দল থেকে বাদ, ম্যাচের সময় কী করবেন জানালেন লিটন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৮ এএম

বাংলাদেশ দল থেকে বাদ, ম্যাচের সময় কী করবেন জানালেন লিটন

শেষ অনেক বছর ধরেই বাংলাদেশ দলে নিয়মিত মুখ ছিলেন লিটন দাস। তাকে নিয়ে কথা বলতে অতীত কাল ব্যবহার করতে হচ্ছে, কারণ আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি বাংলাদেশের স্কোয়াডে নেই। তবে দলে না থাকলেও বাংলাদেশের খেলার সময় তিনি বসে থাকবেন না। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। 

বাজে ফর্মের কারণে লিটন দাস এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি। বাংলাদেশ দল প্রথমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাবে। এরপর সেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানে যাবে। সেখানে খেলবে দুই ম্যাচ।

এই টুর্নামেন্টের জন্য সতীর্থদেরকে শুভেচ্ছা জানিয়েছেন লিটন। তিনি জানিয়েছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য এই দুর্দান্ত দলটিকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা! আমি বিশ্বাস করি, এই দলটি এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে তাদের সেরাটা উজাড় করে দেবে। বিশ্ব দেখুক, কেমন খেলতে পারে টাইগাররা!’

তিনি নিজে দলে জায়গা পাননি। তবে ম্যাচের সময় অন্য ভূমিকা পালন করবেন তিনি। লিটনের কথা, ‘আমি স্কোয়াডে জায়গা পাইনি, তবে এ কারণেই আমি দলের সবচেয়ে বড় সমর্থক। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য আমি উল্লাস করব। তোমাদের ১৬তম খেলোয়াড় অন্য ভূমিকায় থাকবে!’

এদিকে, বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, দলে না থাকলেও লিটন নিজের ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, ‘নির্বাচিত না হওয়ায় সে স্বাভাবিকভাবেই হতাশ ছিল, তবে আমি মনে করি, সে এটি ইতিবাচকভাবে নিয়েছে। বিপিএলের সময় আমরা দেখেছি, সে নিজের ব্যাটিংয়ে কাজ করেছে এবং কিছুটা ফর্মেও ফিরেছে।’

তবে লিটনের মতো একজনকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই সিমন্সের। তিনি বলেন, ‘তার মতো একজন খেলোয়াড়কে মিস করব, তবে আমরা সবাই জানি, দল নির্বাচনের সময় সে রান করতে পারছিল না। এখন দলে ফেরার জন্য সে কঠোর পরিশ্রম করছে।’

বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে প্রস্তুতি হিসেবে ১৭ ফেব্রুয়ারি দুবাইতে আইসিসি ক্রিকেট একাডেমিতে পাকিস্তান শাহীনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম