Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রীদের পাশে পাচ্ছেন না রোহিত-কোহলিরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রীদের পাশে পাচ্ছেন না রোহিত-কোহলিরা

ছবি: সংগৃহীত

দেশের বাইরে ভারতের যেকোনো সফরেই দেখা যায় ক্রিকেটারদের স্ত্রী ও সন্তানদের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তেমনটি হবে সেটাই ছিল অনুমেয়। তবে এবার তেমনটি হতে দিচ্ছে না বিসিসিআই। ভ্রমণনীতি কঠোর করেছে বিসিসিআই। যার ফরে স্ত্রী ও প্রেমিকাদের ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই সফর করতে হবে রোহিত শর্মার দলকে।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। এরপর গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলবে। আর আসর শেষ হবে ৯ মার্চ ফাইনালের মধ্যে দিয়ে। তবে এই পুরো সময়ে একদিনের জন্য স্ত্রীদের পাশে পাবেন না রোহিত-কোহলিরা।

বিসিসিআইয়ের নতুন ভ্রমণনীতি অনুযায়ী, ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়েরা। তবে এই টুর্নামেন্ট তার আগেই শেষ হয়ে যাওয়ায় কেউই সেই সফরে খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারবেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ সূত্র ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘পরে কোনো কিছু পাল্টানো হলে সেটা ভিন্ন কথা। তবে এখন পর্যন্ত এই সফরে স্ত্রী কিংবা প্রেমিকার সঙ্গে পাবেন না খেলোয়াড়েরা। সিনিয়র খেলোয়াড়দের একজন এ বিষয়ে খোঁজ নিয়েছিলেন। তাকে বলা হয়েছে, (ভ্রমণ) নীতির সিদ্ধান্ত মেনে চলা হবে।’

সেই সূত্র আরও বলেছেন, ‘সফর যেহেতু এক মাসেরও কম সময়ের, খেলোয়াড়দের সঙ্গে তাই তাদের পরিবার থাকবে না। তবে ব্যতিক্রমী কিছু ঘটলে, আমার মনে হয় সেই খেলোয়াড়কে পুরো ব্যয়ভার বহন করতে হবে, বিসিসিআই খরচ দেবে না।’

শুধু তাই নয় খেলোয়াড়দের অনুশীলনে যোগ দেওয়ার বিষয়েও কঠোর অবস্থানে বিসিসিআই। বলা হয়েছে, ‘সমস্ত খেলোয়াড়কে নির্ধারিত অনুশীলন সেশনের পুরো সময় থাকতে হবে এবং ভেন্যুতে যাওয়া আসা একসঙ্গে করতে হবে। এই নিয়ম লঙ্ঘন হলে বিসিসিআই গুরুতরভাবে বিষয়টিকে দেখতে পারে।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম