Logo
Logo
×

খেলা

লাল কার্ডের পর এবার নিষিদ্ধ হলেন স্লট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ এএম

লাল কার্ডের পর এবার নিষিদ্ধ হলেন স্লট

ছবি: সংগৃহীত

এভারটনের বিপক্ষে ম্যাচ শেষে লাল কার্ড দেখতে হয়েছিল লিভারপুল কোচ আর্না স্লটের। এবার আরও বড় শাস্তি পেতে হলো তাকে। নতুন করে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞার ফলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে টাচলাইনে দাঁড়াতে পারবেন না স্লট। ডাগআউটে তাকে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা অলরেডদের জন্য।

স্লটের শাস্তির কারণ হিসেবে বৃহস্পতিবর লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য’ স্লটকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার। যে কারণে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে, এভারটনের বিপক্ষে লাল কার্ড দেখেন স্লটের সহকারী সিপকে হুলশফও। ম্যাচ শেষে দুজনের কারোরই সংবাদমাধ্যমের সামনে কথা বলার অনুমতি ছিল না।

মার্সিসাইড ডার্বিটি বুধবার ২-২ গোলে ড্র হয়। যোগ করা সময়ের অষ্টম মিনিটে জেমস তার্কোভস্কির সমতাসূচক গোলের পর লিভারপুলের দর্শকসারির সামনে গিয়ে উদযাপন করেন এভারটনের দুকুরে, যা তাতিয়ে দেয় লিভারপুলের কার্টিস জোন্সকে, রেগে গিয়ে প্রতিবাদ জানান তিনি। ম্যাচ শেষ হতেই শুরু হয় হাতাহাতি, তাতে যোগ দেন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা।

ওই ঘটনায় দুকরে ও জোন্সকেও লাল কার্ড দেখান রেফারি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম