Logo
Logo
×

খেলা

৩২ জনের দলে একুশে পদক পাবেন ১১ জন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ এএম

৩২ জনের দলে একুশে পদক পাবেন ১১ জন?

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় সাফ শিরোপা জিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছে জাতীয় নারী ফুটবল দল। ২১ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের গলায় পরিয়ে দেওয়া হবে পদক। নারী দলের কয়জন সদস্য পাবেন এই সম্মান?

সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে ফুটবলারদের তালিকা চাওয়া হয়েছে। বাফুফে ৩২ জনের নাম পাঠিয়েছে। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় নেপালের বিপক্ষে শুধু ফাইনাল ম্যাচে শুরুর একাদশে খেলা ১১ জনকে পুরস্কার দিতে চাইছে। এ নিয়ে এখনো ত্রিপক্ষীয় চিঠি চালাচালি চলছে।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘আমরা শুরুতে ৩২ জনের তালিকা পাঠালে তা কমিয়ে ১১ জন ফুটবলারের নাম দিতে বলা হয়েছিল। সাফ জেতার পেছনে পুরো দলের অবদান রয়েছে। ১১ জন সব ম্যাচে পুরো সময় খেলেনি। সবারই কম বেশি প্রথম ম্যাচ থেকে অবদান আছে। যারা সাইডলাইনে ছিল তাদেরও অবদান কম নয়। কোচ-খেলোয়াড় ও কর্মকর্তা সবার সম্মিলিত প্রয়াসে সাফল্য এসেছে। তাই আবারও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন করে তালিকা পাঠিয়েছি।’

এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ‘শুরুতে বাফুফে ৩২ জনের তালিকা দিয়েছিল। তবে সংস্কৃতি মন্ত্রণালয় শুধু ফাইনালে যারা খেলেছেন তাদেরকে পদক দিতে চাইছে। মানে ১১ জন। মাঝে আমরা বাফুফে থেকে আবারও সব খেলার তথ্য নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কারণ আন্তর্জাতিক নিয়মে সাফ দলে ৩২ জন ছিলেন। সাফের শিরোপা জয়ে সবার অবদান রয়েছে। শুধু ১১ জনকে দিলে তা ঠিক হবে না। দেখা যাক তারা কী করে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম