Logo
Logo
×

খেলা

‘সাকিবের মতো’ অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে অস্ট্রেলিয়ান স্পিনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম

‘সাকিবের মতো’ অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে অস্ট্রেলিয়ান স্পিনার

সাকিব আল হাসান ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে পড়ে গেছেন বিড়ম্বনায়। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে বোলিং করতে পারছেন না তিনি। যার ফলে তার ক্যারিয়ারই পড়ে গেছে শঙ্কায়।

এবার একই রকম বিড়ম্বনায় পড়লেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেমান। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়ালরা। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরই তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট নেওয়া কুনেমানকে এখন বাধ্যতামূলক পরীক্ষার মুখোমুখি হতে হবে। যা নির্ধারণ করবে তার বোলিং অ্যাকশন বৈধ কি না। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট শেষ হওয়ার পর ম্যাচ কর্মকর্তারা বিষয়টি উত্থাপন করেছেন। দল বিষয়টি সম্পর্কে অবগত এবং ম্যাটকে পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করবে।’

২০১৭ সালে পেশাদার ক্রিকেটে অভিষেকের পর থেকে কুনেমান ১২৪টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে পাঁচটি টেস্ট, চারটি ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগের ম্যাচ রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘এই আট বছরের ক্যারিয়ারে এবারই প্রথমবার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে।’

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, একজন বোলারের বাহু সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকতে পারে। এর বেশি হলে তা অবৈধ বলে গণ্য করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২৮ বছর বয়সী কুনেমানের পরীক্ষা ব্রিসবেনের সেন্টার অব এক্সিলেন্সে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার ফলাফল আইসিসির কাছে পাঠানো হবে।

তার বোলিং অ্যাকশন যদি অবৈধ প্রমাণিত হয়, তাহলে তার বোলিং নিষিদ্ধ হবে। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে হলে তাকে অ্যাকশন সংশোধন করতে হবে এবং পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং স্বতন্ত্র বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব, যাতে সবকিছু আইসিসির নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম