Logo
Logo
×

খেলা

তাবিথের সঙ্গে দেখা করে কী বললেন ক্লাব কর্তারা?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ এএম

তাবিথের সঙ্গে দেখা করে কী বললেন ক্লাব কর্তারা?

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম ভাগ শেষে চলছে মধ্যবর্তী দলবদল। দলবদলের মাঝেই ২১ ও ২২ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাগের এক রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

লিগের বিভিন্ন ইস্যু নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। সেখানে আলাপ হয়েছে একাধিক বিষয় নিয়ে।

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘সংকটময় পরিস্থিতির মধ্যেও ক্লাবগুলো ফুটবলের জন্য ব্যয় করছে। অথচ, ফেডারেশন থেকে অংশগ্রহণ ফি পাওয়া যাচ্ছে না। প্রাইজমানি বকেয়া, ভেন্যু সমস্যা, লিগের নানা বিষয়ে আমরা সভাপতিকে অবহিত করেছি।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আজ আবার লন্ডন সফরে যাচ্ছেন। ২৪ ফেব্রুয়ারি ফিরতে পারেন। দ্বিতীয় ভাগের প্রথম রাউন্ডের পর জাতীয় দলের প্রস্তুতির জন্য এক মাসের বিরতি। এই সময়ের মধ্যে তিনি ক্লাবগুলোর বিষয়গুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম